দুই মিলিয়ন অবৈধ ইমিগ্র্যান্ট এখন ডিপোর্টেশনের অপেক্ষায় রয়েছে। ফেডারেল জাজ এর রায় রয়েছে তাদেরকে আমেরিকা থেকে বহিস্কার করতে। আইনগতভাবে আদেশ আসার পরও সরকার তাদের ডিপোর্ট করতে নানামুখি সমস্যায় পড়ে। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। নিয়ম হচ্ছে ডিপোর্টেশন অর্ডারের ৯০ দিনের মধ্যে তারা নিজেরাই চলে যাবে নতুবা আইস পুলিশ তাদের গ্রেফতার করে প্লেনে তুলে দেবে।
কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। ডিপোর্টেশন অর্ডারপ্রাপ্ত একজন ইমিগ্র্যান্টকে বের করে দিতে ১০ বছরেরও বেশি সময় লাগার নজির রয়েছে। ডিপোর্টেশন অর্ডার প্রাপ্তদের অধিকাংশই নিখোঁজ হয়ে যায়। আইনশৃংখলা বাহিনী তাদের হদিস করতে পারে না। উল্লেখ্য যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ ইমিগ্র্যান্ট কাগজপত্রহীন বা অবৈধভাবে বসবাস করছেন।
‘ওয়াশিংটন এক্সামিনার’ এর তথ্যানুসারে প্রেসিডেন্ট বাইডেন ২০২১ সালে দায়িত্ব নেবার পর থেকে ৫০ লাখ মানুষ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছে আমেরিকা-মেক্সিকোর মধ্যে ২০০০ মাইলব্যাপী সীমান্ত পথে। এরমধ্যে ২০ লাখ প্রবেশে সক্ষম হয়েছে। এ দিকে সীমান্ত দিয়ে প্রবেশ করেনি এমন অভিবাসীর সংখ্যাও কম নয়। ২০২২ অর্থ বছরে মেক্সিকো সীমান্ত ছাড়াই ভিন্ন পথ বা আকাশ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এসাইলাম প্রার্থনা করেছে প্রায় ৪ লাখ ৪৫ হাজার অভিবাসী প্রার্থী।