মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

২ বছরের মধ্যে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি জার্মানিতে

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

অক্টোবর মাসে জার্মানিতে মুদ্রাস্ফীতি এমন হারে কমেছে, যা গত দুই বছরে একবারও দেখা যায়নি। পরিস্থিতির এই উন্নতিতে জ্বালানির মূল্যহ্রাস বড় ভূমিকা রেখেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে মুদ্রাস্ফীতি হ্রাসের হার এখনো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি।

জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় ডিস্ট্যাটিস জানিয়েছে, গত অক্টোবরে মুদ্রাস্ফীতি ৩.৮ শতাংশে নেমে দেশের অর্থনীতিতে একধরনের সুবাতাসের ইঙ্গিত দিয়েছে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, ঠিক আগের মাস, অর্থাৎ সেপ্টেম্বরের ৪.৫ শতাংশ থেকে মুদ্রাস্ফীতি যতটা (.৭ শতাংশ) কমেছে ততটা ২০২১ সাল থেকে একবারও কমেনি।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। তবে জ্বালানির দাম এখন নিম্নমুখী। অক্টোবর মাসে জার্মানিতে জ্বালানির দাম ৩.২ শতাংশ কমেছে।

ধারণা করা হচ্ছে, এর প্রভাবেই মুদ্রাস্ফীতি এখন নিম্নমুখী।
অবশ্য জ্বালানির দাম কমলেও অক্টোবর মাসে জার্মানিতে বিদ্যুতের দাম ৪.৭ শতাংশ বেড়েছে। তা ছাড়া মুদ্রাস্ফীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারা লক্ষ করা গেলেও নাগরিক জীবনে অস্বস্তি কাটেনি। অস্বস্তির বড় কারণ এখনো নিত্যপণ্যের অগ্নিমূল্য।

ডিস্ট্যাটিস জানিয়েছে, জার্মানিতে খাদ্যপণ্যের মূল্য এখনো ঊর্ধ্বমুখী। গত অক্টোবরে খাদ্যপণ্যের দাম গত বছরের অক্টোবরের চেয়ে ৬.১ শতাংশ বেশি ছিল।

প্রতিবেদনে ডিস্ট্যাটিস আরো জানায়, এটা ঠিক যে ২০২১ সালে যেখানে মুদ্রাস্ফীতি ৮ শতাংশেরও বেশি ছিল, সেখানে গেল অক্টোবরে তা ৩.৮ শতাংশে নেমে আসা নিঃসন্দেহে ভালো ইঙ্গিত। তবে লক্ষ্যমাত্রা থেকে তা এখনো অনেক দূরে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে মুদ্রাস্ফীতি ২ শতাংশে নামাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com