বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
Uncategorized

২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর ভিসা

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

বিদেশিরা ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর ভিজিট ভিসা পাবেন বলে জানিয়েছে সৌদি আরব।

দেশের বাইরের ওমরাহযাত্রীদের জন্য ইলেকট্রনিক সেবার উদ্বোধনকালে বৃহস্পতিবার সৌদির হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এখন থেকে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে উমরাহর ভিজিট ভিসা দেয়া হবে।’

মন্ত্রীর বরাত দিয়ে সৌদি গেজেটে বলা হয়, সৌদির বাইরে থেকেও ওমরাহর ভিসার জন্য আবেদন করা যাবে।

তৌফিক বলেন, ভিশন-২০৩০ অনুযায়ী ওমরাহযাত্রীর সংখ্যা বাড়াতে চায় সৌদি।

তিনি বলেন, চলতি বছর হজ করবেন ১০ লাখ মানুষ। হজযাত্রীদের মধ্যে সাড়ে ৮ লাখ বিদেশি ও দেড় লাখ সৌদির নাগরিক।

হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে হজ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

চলতি বছর থেকে হজ স্মার্ট কার্ড প্রকল্পের বাস্তবায়ন হবে জানিয়ে সৌদির মন্ত্রী আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এ বছর হজ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com