বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

হলিডে মওসুম: নিউইয়র্কে কত আনন্দ আয়োজন

  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
হলিডে মওসুম কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রে। আর সে মওসুমকে আনন্দময় করে তুলতে নানা আয়োজন চলছে। নিউইয়র্ক তার ব্যতিক্রম নয়। বরং একটু আলাদা আর বাড়তি কিছুই থাকে এখানে। প্রতিবছরের মতো এবছরও চলছে নানা আনন্দ আয়োজনের প্রস্তুতি। বাংলাপত্রিকার পাঠকদের জন্য জানিয়ে রাখছি, কোথায় থাকছে কি আয়োজন।

এক উৎসবমুখর পরিবেশ হয়ে উঠতে নিউইয়র্কের এখন সময়ের অপেক্ষামাত্র। এই সময়ে বসবে নানা হলিডে মার্কেট। রোকেফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি তো থাকছেই অন্যতম প্রধান আকর্ষণ হয়ে। এছাড়াও ৫টি বোরোর সবগুলোতেই রয়েছে নানা উৎসব প্রস্তুতি।

প্রথমেই জানিয়ে দেওযা যাক হলিডে মার্কেটগুলোর কথা। এসব মার্কেটে বিক্রেতারা পসরা সাজান নানাবিধ উপহারসামগ্রি, শিল্পপণ্য আর থাকে বিভিন্ন ধরনের খাবার দাবার। ব্রায়ান্ট পার্ক ও গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাল হয়ে ওঠে নিউইয়র্কারদের অন্যতম গন্তব্য।

এর মধ্যে ব্যাংক অব আমেরিকা উইন্টার ভিলেজ বসছে ব্রায়ান্ট পার্কে। যা শুরু হয়েছে গত ২৭ অক্টোবর। আর চলবে আগামী ৩ মার্চ ২০২৪ পর্যন্ত। প্রতি সোম থেকে শুক্র সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা এই মার্কেট। শনি ও রবিবারে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

গ্র্যান্ড সেন্ট্রাল হলিডে ফেয়ার শুরু হবে ১৩ নভেম্বর থেকে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতি সোম থেকে শনিবার এই মেলা সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। আর রবিবারগুলোতে শুরু হবে সকাল ১১টায় শেষ হবে সন্ধ্যা ৬টায়।

ইউনিয়ন স্কয়ার হলিডে মার্কেট শুরু হবে ১৬ নভেম্বর থেকে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। সোম থেকে শুক্রবার প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এই মার্কেট। আর শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা আর রবিবার সকাল ১১টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। ক্রিসমাস ইভে সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৪টায় বন্ধ হবে এই মার্কেট।

কলম্বাস সার্কল হলিডে মার্কেট ২৮ নভেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। সোম থেকে শনিবারে সময়সূচি সকাল ১১টা থেকে রাত ৮টা। রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা আর ক্রিসমাস ইভে সকাল ১১টা থেকে বিকেল ৪টা অবধি এই মার্কেট খোলা থাকবে। ক্রিসমাস ডেতে বন্ধ রাখা হবে এই মার্কেট।

ওকুলাসে হলিডে মার্কেট বসবে ২৬ নভেম্বর চলবে ১ জানুয়ারি পর্যন্ত। এই মার্কেট প্রতি সোম থেকে শনি খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর রবিবারগুলোতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

আইস স্কেটিং রিঙ্কস: ছুটির মওসুমে জমানো বরফের ওপর গিল্ডিং রীতিমতো এক নিয়মে পরিণত হয়েছে। কিছু রিঙ্কস বছরজুড়ে চললেও কিছু কিছু এমন ছুটির মওসুমেই চালু করা হয়। যারা স্কেটিংয়ে ভয় পান তারা বিকল্প থ্রিল নিতে বরফে বাম্পার কার চালিয়ে মজা নেন। এর মধ্যে অন্যতম রিঙ্ক রকেফেলার সেন্টারে। ফিফথ এভেনিউর এই সেন্টার নভেম্বরের গোড়ার দিকে খুলেছে। যা ২০২৪ এর মার্চের ২৪ পর্যন্ত চলবে। টিকিট বিক্রি চলছে। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন।

ব্রায়ন্ট পার্ক রিঙ্ক ব্যাংক অব আমেরিকা উইন্টার ভিলেজে ১৭০০০ স্কয়ার ফুট জুড়ে বসে আইস স্কেটিংয়ের আনন্দময় ব্যবস্থা। এখানে প্রবেশ ফ্রি আর আইস স্কেটিংও ফ্রি। তবে স্কেট পাওয়া যায় ভাড়ায়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এই আয়োজন।

এছাড়াও লেকসাইড লিফ্র্যাক সেন্টার, ওয়ার্ল্ড আইস এরেনা, স্ট্যাটান আয়ল্যান্ড স্কেটিং পেভেলিয়নে টিকেট কেটে দেখা যাবে আইস স্কেটিং।

বিশেষ ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে রোকেফেলার সেন্টারে। এছাড়াও ট্রি লাইটি ও অ্যাস্টোরিয়া হলিডে ফেস্টিভাল শুরু হবে ৩ ডিসেম্বর। স্ট্যাটান আয়ল্যান্ডে হিস্টরিক রিচমন্ড টাউন প্রতিবছর ছুটির মওসুমে রীতিমতো ওয়ান্ডারল্যান্ড পরিণত হয়। ইতিহাসভিত্তিক প্রদর্শণী, ঘোড়ায় চালানো গাড়ি, স্যান্টা ফটো অপস, হলিডে শপিং এসবের আয়োজন থাকে।

হানুকা নিউইয়র্ক সিটি, গ্র্যান্ড আর্মি প্লাজা-ম্যানহাটান ও ব্রুকলিন, কাওয়ানজা ইন নিউইয়র্ক সিটি এসবও রয়েছে হলিডের উৎসব আয়োজনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com