শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

স্পোর্টস কার নাকি বাইক? বাজারে তাক লাগাচ্ছে এই তিন চাকার যান

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

গাড়ি এবং মোটরসাইকেলের মধ্যে পার্থক্য কী? সবথেকে বড় ফারাক হল তার আয়তন। কিন্তু এই যানবাহনটি দেখলে আপনি ধরতেই পারবেন না এটি আদতে মোটরবাইক না গাড়ি? আজ যে যানবাহনটির কথা বলতে চলেছি তার নাম Polaris Slingshot R। নামের মতোই এই যানবাহনের চেহারাও ভারী অদ্ভুত।

এই মোটরসাইকেলটি বানিয়েছেন আমেরিকার অটোমোবাইল সংস্থা Polaris। এতে রয়েছে 2 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 203 হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। যানবাহনে তিনটি চাকা রয়েছে, দুটি সামনে এবং একটি পিছনে। সংস্থার দাবি অনুসারে, মোটরসাইকেলটি মাত্র 4.9 সেকেন্ডে 0 থেকে 100 কিমি গতি স্পর্শ করতে পারে।

বাইকের বৈশিষ্ট্য শুনলে অনেকের মনে হতে পারে এ তো গাড়ির মতোই শক্তি উত্পন্ন করে। শুধু তাই নয়, গাড়িটি লম্বা এবং চওড়ায় Porsche 911 GT3 এর অনুরূপ। এই দু চাকার সর্বোচ্চ গতি 201 কিমি প্রতি ঘণ্টা।

যেহেতু এটি একটি বাইক তা হেলমেট পরা বাধ্যতামূলক। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 37.1 লিটার। সাধারণ বাইকের থেকে অনেক বেশি ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে এই বাইকে। তাই ট্যাংক ফুল করে রাইডার অনেক দূর যাতায়াত করতে পারবেন বলে মত সংস্থার।

এতে ফিচার্সও রয়েছে ঠাসা। থাকছে কিলেস এন্ট্রি, 7 ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাপেল কারপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশন, স্টিয়ারিং হুইলে কন্ট্রোল বাটন এবং নির্দিষ্টি স্পিকার সিস্টেম। মোটরবাইকটি নিয়ন্ত্রণ করার জন্য এতে রয়েছে অটোড্রাইভ ট্রান্সমিশন। সবমিলিয়ে ফিচার্সের ক্ষেত্রে আয়োজনের কম নেই এই দু চাকায়।

Polaris Slingshot R মোটরসাইকেল 5টি রংয়ের সঙ্গে বাজারে ছেড়েছে সংস্থাটি। এটির দাম রয়েছে 33,999 ডলার। তবে লজিস্টিকের জন্য অতিরিক্ত 7 ডলার চার্জ করা হবে বলে সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে।

কেউ যদি ভারত থেকে Polaris Slingshot R কিনতে চান তাহলে বাইরে থেকে এটি আমদানি করতে হবে। দুবাই থেকে এই মোটরসাইকেল অর্ডার করা যাবে। এ ক্ষেত্রে খরচ হতে পারে 1.5 কোটি টাকা।

জুমবাংলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com