সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

সৌদি আরবে তুমুল বৃষ্টি, ডুবে গেছে রাস্তা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
তুমুল বৃষ্টিতে সৌদি আরবের অনেক রাস্তাঘাট ডুবে গেছে। পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে। আটকা পড়েছে অনেক গাড়ি। কোথাও গাড়ি ভেসে যাওয়ারও ঘটনা ঘটছে।

Image not found

প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুরমা, আল কুবাইয়াহ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসির, নাজরানসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এমন ভারি বৃষ্টিপাতের ঘটনা বিরল। তবে সম্প্রতি সৌদি আরব, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে তুমুল বৃষ্টি হয়েছে। আমিরাতে দুবাইয়ে বৃষ্টির পানিতে ডুবে গেছে অনেক পথ। এমনকি বৃষ্টির পানিতে ডুবে গেছে বিমানবন্দরও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com