সৌদি আরবের জনসংখ্যা বেড়ে ৩ কোটি ২২ লাখের বেশি হয়েছে।
২০২২ সালের আদমশুমারির ভিত্তিতে বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ।
আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, সৌদির জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ বা ১ কোটি ৮৮ লাখ মানুষ জন্মসূত্রে দেশটির নাগরিক। বাকি ১ কোটি ৩৪ লাখ বিদেশ থেকে আসা, যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।
শুমারি অনুযায়ী, সৌদির লোকজনের গড় বয়স ২৯ বছর। দেশটির বাসিন্দাদের মধ্যে ৩০ বছরের কম বয়সী ৬৩ শতাংশ।
পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদির মোট জনসংখ্যার ৬১ শতাংশ (১ কোটি ৯৭ লাখ) পুরুষ। নারীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ, যা মোট জনগোষ্ঠীর ৩৯ শতাংশ।
শুমারির বিষয়ে সৌদির অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের চেয়ারম্যান ফয়সাল আল-ইব্রাহিম বলেন, ২০২২ সালের আদমশুমারি গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প। এর ফল হবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক ও সামাজিক নীতির উন্নয়ন, বিভিন্ন খাতের জন্য উন্নয়ন পরিকল্পনা তৈরি, সৌদিতে বিনিয়োগ-সহায়ক পরিবেশ তৈরিতে সহায়তা এবং ভিশন-২০৩০-এর লক্ষ্যগুলো পূরণের ভিত্তি।