বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

সংযুক্ত আরব–আমিরাতে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন ৮২ দেশের নাগরিকরা

  • আপডেট সময় শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

৮২ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশটি ভ্রমণে আগে থেকে ভিসা সংগ্রহ করতে হবে না। এই দেশগুলোর নাগরিকরা সেখানে পৌঁছে ভিসা নিতে পারবেন। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছানোর পর ৩০ দিন বা ৯০ দিনের এন্ট্রি ভিসা মিলবে। ৩০ দিনের ভিসা ১০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

গালফ করপোরেশন কাউন্সিলের (জিসিসি) অন্তর্ভুক্ত দেশের নাগরিকদের ভিসা বা স্পনসর লাগবে না। জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।

ভারতের নাগরিকেরা পৌঁছানোর পর ১৪ দিনের এন্ট্রি ভিসা পাবে । পরে আরও ১৪ দিন পর্যন্ত ভিসা বাড়াতে পারবে। তবে এ ক্ষেত্রে দেশটিতে পৌঁছানোর দিন থেকে তাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকতে হবে। সেই সঙ্গে ভ্রমণকারীর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশের একটি ভিজিট ভিসা বা স্থায়ী আবাসিক কার্ড থাকতে হবে।

কর্তৃপক্ষ বলছে, যেসব দেশের নাগরিকেরা ভিসামুক্ত প্রবেশ বা অন অ্যারাইভাল ভিসার (পৌঁছানোর পর ভিসা) যোগ্য নয়, তাদের দেশে প্রবেশের আগে স্পনসরের মাধ্যমে ভিসা নিতে হবে। তবে ভিসা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের কারণ দেখে দেওয়া হবে।

সরকারি ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুসারে, সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের জন্য ১১৫টি দেশের নাগরিকদের ভিসা লাগবে।

ভ্রমণের আগে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা আবেদনের জন্য বিস্তারিত তথ্য ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেন শিপ ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া এয়ারলাইনসেও  সর্বশেষ তথ্য পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com