শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

যে দেশের জাতীয় উৎসব রমজান, মুসলিম-অমুসলিম একসঙ্গে ইফতার করেন

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

লেবাননের রমজান অন্যান্য দেশের তুলনায় ভিন্ন; যা অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয়। লেবাননে রমজানকে জাতীয় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। তাই দেশটির সমস্ত মুসলিম ও অমুসলিমরা রমজান উদযাপন করেন। এটি কেবল মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাষ্ট্রপতির প্রাসাদে একটি বার্ষিক ইফতার-ডিনারের আয়োজন করা হয় যাতে সমস্ত সম্প্রদায়ের নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করে থাকেন।

দেশটির জনসংখ্যার ৪০ শতাংশই খ্রিস্টান। এখানে যে কেউ রমজান উৎসব উপভোগ করতে পারেন। রমজান মাসে দিনের আলোতেও এখানে ভালো খাবার পাওয়া যায়।

শার্ঘডেইলির প্রতিবেদনে বলা হয়, লেবাননে খ্রিস্টানদের বড়দিনের মতো রমজানকেও একটি জাতীয় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সমস্ত সম্প্রদায়ই রমজান উৎসব উপভোগ করে থাকে।

ইফতার ডিনারে মুসলিম এবং অমুসলিম অর্থাৎ যারা রোজা রাখেন এবং যারা রাখেন না তারা একে অপরের পাশে বসে থাকেন। উভয়পক্ষ থেকেই এক ধরনের সমঝোতা থাকে। এটা এই অর্থে যে যারা রোজা রাখেন তাদের এই ধারণাকে সম্মান প্রদর্শন করা। একই সঙ্গে যারা রাখেন না তাদের প্রতি সহনশীল হওয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com