শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
Uncategorized

যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁগুলোতে উদ্ভিদ-ভিত্তিক বিকল্প মুরগীর মাংস ব্যবহার করছে কেএফসি

  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

কেনটাকি ফ্রায়েড চিকেন বা কেএফসি ক্রমবর্ধমান পরিবেশ সচেতনতা প্রতিফলিত করা এক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁগুলোতে উদ্ভিদ-ভিত্তিক ফ্রায়েড চিকেনের বিকল্পের ব্যবহার শুরু করেছে।কেএফসি জানাচ্ছে, সোমবার থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের মতো দোকানে এই নতুন মেন্যু সীমিত সময়ের জন্য পাওয়া যাবে।

মার্কিন এই ফাস্ট ফুড কোম্পানিটি ক্যালিফোর্নিয়া ভিত্তিক উদ্যোক্তা কোম্পানি বেয়োন্ড মিট’র সাথে যৌথভাবে মটরশুঁটি ও অন্যান্য উপাদানের প্রোটিন ব্যবহার করে এই উদ্ভিদ-ভিত্তিক পণ্যের উন্নয়ন করেছে।

এনএইচকে ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলা হয়েছে- কেএফসি প্রথমে ২০১৯ সালে জর্জিয়া অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে সীমিত সময়ের জন্য এই পণ্যটি চালু করেছিল।

২০২০ সালে কেএফসি ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য অঙ্গরাজ্যে এই পরীক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণ করে এবং দেখতে পায় যে, এই বিকল্প মাংসের পণ্য জনপ্রিয়তা লাভ করছে।

উল্লেখ্য, উদ্ভিদ-ভিত্তিক মাংসের বিকল্পের উৎপাদন গবাদিপশু প্রতিপালনের প্রয়োজন পড়া সাধারণ মাংসের চেয়ে কম গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে বলে ধারণা করা হয়।

এদিকে, জাপানেও ফাস্ট ফুড চেইন মস বার্গার নিরামিষ উপাদান ব্যবহার করা উদ্ভিদ-ভিত্তিক পণ্য বিক্রি করছে।জার্মান গবেষণা কোম্পানি, স্টাটিস্টা অনুমান করছে, উদ্ভিদ-ভিত্তিক বিকল্প মাংসের জন্য বৈশ্বিক বাজার ২০২৬ সালে প্রায় ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের সমতুল্য হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com