শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

মহাসড়ক পারাপার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে নতুন আইন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত মহাসড়ক পারাপার নিয়ে নতুন আইন প্রনয়ণ করেছে।সেসব মহাসড়কে গতিসীমা ৮০ কিলোমিটার সেখানে রাস্তা পারাপার নিষিদ্ধ করে আইন পাস করেছে দেশটি।এই আইন অমান্যকারীদের সর্বনিম্ন তিন মাসের জেল ও সর্বনিম্ন ১০ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে।

কঠোর এই আইনকে স্বাগত জানিয়েছেন দেশটির গাড়িচালকরা।মহাসড়কে পথচারীদের পারাপারের ঝুঁকি মাথায় রেখেই গাড়ি চালাতে হচ্ছিল তাদের।নতুন আইন প্রণয়ন হলে তাদের জন্য সড়ক আরো নিরাপদ হবে বলে মনে করেন তাঁরা।

দুবাইয়ের স্থানীয় এক গাড়িচালক বলেন,চালকদের এখন খুবই সতর্ক থাকতে হয়,এমনকি মহসড়কেও যেখানে আপনি পথচারী আশা করবেন না।৮০ কিলোমিটার গতিতে চোখের পলকে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।

শুক্রবার (২৫ অক্টোবর) প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণের ওপর একটি নতুন ফেডারেল ডিক্রি জারি করে।আইনটির বাধ্যবাধকতা সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের পাশাপাশি পথচারীদের জন্যও প্রযোজ্য হবে।

সূত্র : খালিজ টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com