বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

ভারতে কেমন হলো টম ক্রুজের মিশন

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
মুক্তি পেয়েছে আন্তর্জাতিক সুপারস্টার টম ক্রুজের চলচ্চিত্র ‘মিশন ইম্পসিবল- ডেড রেকনিং : পার্ট ওয়ান’। মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ এই চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে। ভারতেও প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলেছে টম ক্রুজের নতুন মিশন। সিনেমাটি ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে আয় করে নিয়েছে ১২.৫ কোটি রুপি।

দর্শক ও সমালোচকদের কাছেও পাচ্ছে ইতিবাচক পর্যালোচনা।বাণিজ্য ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘মিশন ইম্পসিবল- ডেড রেকনিং : পার্ট ওয়ান’ ভারতে সব ভাষায় প্রায় ১২.৫ কোটি আয় করেছে।

1

টম ক্রুজের মিশন ইম্পসিবলের আগের কিস্তি ‘মিশন : ইম্পসিবল- ফলআউট’ ভারতে মুক্তির প্রথম দিন ৯.২৫ কোটি রুপি আয় করেছিল। সিনেমাটি ভারতীয় বক্স অফিসে মোট ৮০ কোটি রুপি আয় করে নেয়।

এবার ‘মিশন ইম্পসিবল- ডেড রেকনিং : পার্ট ওয়ান’ পূর্বের চলচ্চিত্রের আয়কে পেছনে ফেলে দিয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা মতে, এটি আগের কিস্তির মোট আয়কে ছাড়িয়ে যেতে সক্ষম। তবে আগামী সপ্তাহেই ভারতে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ এবং গ্রেটা গারউইগের ‘বার্বি’। যার ফলে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হবে টম ক্রুজের নতুন মিশন।
ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত সিনেমাটিতে টম ক্রুজের সাথে আরো অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন, হেলে এটওয়েল, ভেনেসা কিরবি, ইসাই মোরালেসসহ একাধিক তারকা। ১২ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘মিশন ইম্পসিবল- ডেড রেকনিং : পার্ট ওয়ান’। ভারতে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে এটি।

সূত্র : স্যাকনিল্ক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com