হোকুল জানান, তিনি মৌখিক অনুমোদন পেয়ে গেছেন। একটি প্রেস কনফারেন্সের মধ্যেই অনুমোদনের এই নোট তার কাছে পৌঁছে। কয়েক মাস ধরে সমঝোতার পর কেন্দ্র এই মাঠটি ব্যবহারের অনুমতি দিলো।
সাংবাদিকদের গভর্নর হোকুল বলেন, সুখবর- আমরা ফ্লয়েড বেনেট ফিল্ডটি লিজ পাচ্ছি।
এর আগে গত রাতে হোকুলের সঙ্গে হোয়াইট হাউজের কর্মকর্তাদের কথা হয়। এক মাস আগেও হোয়াইট হাউজের উত্তর ছিলো – ‘না’।
ফ্লয়েড বেনেট ফিল্ডটি মেরিনের জন্য একটি ডিকমিশনড এয়ারফিল্ড। এবং ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়ার প্রবেশ পথ। ন্যাশনাল পার্ক সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে এটি।
নতুন এই অনুমোদনের ফলে এখানে নব্য আশ্রয়প্রার্থী অভিবাসীদের জন্য থাকার একটি স্থান সংকুলান সম্ভব হবে। এরই মধ্যে নিউইয়র্কের এমন আশ্রয়প্রার্থীর সংখ্যা ১০০০০০ ছাড়িয়েছে। এই মাঝে তাদের মধ্যে ২০০০ থেকে ২৫০০ জনকে আশ্রয় দেওয়া সম্ভব হবে। তবে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়াতে চান হোকুল।