বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

বোমা থাকায় ভুয়া ফোন কলে ৮ ঘণ্টা দেরিতে ছাড়ল প্লেন

  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

উড়োজাহাজ ঘিরে ফের বোমাতঙ্ক! দিল্লি থেকে পুনেগামী ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে বলে ফোন আসে। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্লেনে ৩টি বোমা থাকার ফোন কল পাওয়ার পর ওই প্লেনটি ৮ ঘণ্টা দেরিতে উড্ডয়ন করে। যদিও পরে ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ জানায়, বোমা নিয়ে পর পর তিনটি ফোন কলই ছিল ভুয়া।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

জানা যায়, ওইদিন সকাল ৮টা ৩০ মিনিটে ইউকে৯৭১ ফ্লাইটের উড্ডয়নের কথা ছিল, কিন্তু সেটি ছাড়ে বিকেল ৪টা ৩০ মিনিটে। সেখানে সকাল ৭টা ৩৮ মিনিট থেকে শুরু করে দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত ৩টি ভুয়া ফোন কল আসে, প্লেনে বোমা রয়েছে উল্লেখ করে। এয়ারবাস এ৩২০ মডেলের ওই প্লেনে তখন ১০০ জন যাত্রী আর ৫ জন ক্রু।

ভিস্তারার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে সেই ফোন কলটি কন্ট্রোল রুমের কাছে ফরোয়ার্ড করা হয়। করা হয় চিরুনি তল্লাশি। তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের প্লেন থেকেও নামানো হয়। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com