বিশ্বের সর্বত্র ভ্রমণে আমেরিকানদের ওপর সতর্কতা জারি করা হয়েছে। লেবাননে কোনো আমেরিকানকে ভ্রমণে বিরত থাকতে বলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে, বস্তুত বিশ্বের যে কোনো স্থানেই ভ্রমণ কিংবা অবস্থানরত আমেরিকানদের বিশেষ সতর্কতায় থাকতে হবে।
পররাষ্ট্র দফতর এ বিবৃতিতে বলেছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান অস্থিরতা ও সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকে এবং বিভিন্ন স্থানে প্রদর্শিত যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থানরত নাগরিকদের নিজস্ব সুরক্ষার স্বার্থেই এই সতর্কতা জারি করা হলো।
এর মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের লেবানন সফরে বিরত থাকার আহ্বান জানান। ইসরাইল ও হেজবুল্লাহর মধ্যে রকেট, মিসাইল ও আর্টিলারি হামলা-পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়।
গত ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্র বৈরুত থেকে সেখানে অবস্থানরত সকল সরকারি ও নন-ইমার্জেন্সি কাজে নিয়োজিত থাকা আমেরিকানদের সরে আসার নির্দেশ দেন।
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বৈরুতে বিশাল বিক্ষোভ কর্মসূচির পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। বিক্ষোভ এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়।
বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়। বিশেষ করে বৈরুতের যেখানটায় আমেরিকান দূতাবাস সেখানেই এই বিক্ষোভ বেশি প্রদর্শিত হয়। এছাড়া বৈরুত রাফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার পথও বন্ধ করে রাখে বিক্ষোভকারীরা।
এ অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গোটা বিশ্বেই আমেরিকানদের জন্য সতর্কতা জারি করে।