বর্তমানে দূরবর্তী কোনো স্থানে সহজেই পৌঁছাতে বিমান ভ্রমণের চাহিদা বেড়েছে। এই সুযোগে বিভিন্ন এয়ারলাইনস নানা ধরনের অফারও দেন বছরের বিভিন্ন সময়ে। বিমানে ভ্রমণের সময় বেশ কিছু বিষয় আছে যা মানা জরুরি।
তার মধ্যে একটি হলো কিছু জিনিস আছে যেগুলো বিমানে ভ্রমণের সময় সঙ্গে না নেওয়াই ভালো। বিশেষ করে প্রথমবার যারা বিমানে চড়ে ঘুরতে যাচ্ছেন, তাদের কিছু জিনিস মাথায় রাখা জরুরি। যেমন-
বর্তমানে ঢিলেঢালা পোশাক পরার চল বেড়েছে। যেমন- ম্যাক্সি ড্রেস, ঢিলেঢালা জ্যাকেট, হুডিস, একাধিক পকেট দেওয়া ট্রাউজার্সের মতো পোশাকগুলো লম্বা সফরের জন্য নিঃসন্দেহে সুবিধার।