বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

বিমানের টিকিট পাওয়া যাচ্ছে নগদ অ্যাপে

  • আপডেট সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিমানের টিকিট এমএফএস অ্যাপ থেকে কেনার সুযোগ নিয়ে এল মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদ। আকাশপথে ভ্রমণকারীরা এখন চাইলেই নগদ অ্যাপ থেকে কিনতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট।

ইতিহাস ‍সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে নগদ নিজেদের অ্যাপে জাতীয় পতাকাবাহী ক্যারিয়ারের জন্য একটি মাইক্রোসফট চালু করেছে। এই মাইক্রোসফট থেকে ক্রেতারা সরাসরি নগদ অ্যাপ ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট অনায়াসে কিনতে পারবেন।

নগদ অ্যাপে বিমান টিকিটিং সংযুক্ত করার ফলে এখন গ্রাহকেরা স্বাচ্ছন্দ্যে টিকিট কিনতে পারবেন। নগদ অ্যাপ থেকে এখন গ্রাহকেরা বিমানের টিকিট ব্রাউজ, নির্বাচন ও বুকিং করতে পারবেন। এতে সামান্য কয়েকটি ট্যাপ করার প্রয়োজন হবে মাত্র। এভাবে টিকিট কিনতে বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে হবে না। বিমানের টিকিট কিনতে চাইলে নগদ অ্যাপেই নগদ পেমেন্ট অপশন থেকে টিকিট কেনার সুযোগ পাবেন গ্রাহকেরা।

এর মধ্যে বিমান বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপ উপলক্ষে নগদ একটি প্রমোশনাল ক্যাম্পেইন চালু করেছে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে টিকিট কাটলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই সুবিধা ‘বিমান’ অ্যাপ থেকে টিকিট কাটলেও পাওয়া যাবে। সে জন্য

‘এসএমআইএলইবিআইএমএএন’ প্রোমোকোড ব্যবহার করতে হবে এবং নগদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে।

তবে উল্লেখ থাকে যে লন্ডন, ম্যানচেস্টার ও টরন্টো ছাড়া যেকোনো গন্তব্যের টিকিটের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে।

দেশে এ ধরনের সেবা প্রথমবারের মতো চালু করার বিষয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘নগদের অ্যাপে বিমানের এই মাইক্রোসফট চালু করা আমাদের চলার পথে একটি মাইলফলক হয়ে থাকবে। এই মাইক্রোসফট ক্রেতাদের সম্পূর্ণ আর্থিক ও জীবনমানের একটি নতুন ধরনের সমাধান দেবে। ক্রেতাদের এত কম কষ্টে ও বিনা ঝামেলায় বিমানের টিকিট ক্রয়ের সুযোগ করে দেওয়ার ভেতর দিয়ে আমরা মানুষের জীবন আরও সহজ ও স্বচ্ছন্দ করার পথে কাজ করছি।’

সিহাব উদ্দীন চৌধুরী আরও বলেন, ‘বিমান বাংলাদেশের সঙ্গে আমাদের পার্টনারশিপ ভ্রমণের জগতে নতুন একটি দিগন্ত উন্মোচন হলো। আমরা উদ্ভাবন, সংযুক্তকরণ ও সেবার নতুন একটি মান তৈরি করতে পেরেছি বলে বলা যায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com