বিদেশী পর্যটক আকৃষ্ট করতে ফ্লাইট ভাড়া কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভুটান। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে উড়োজাহাজ ভাড়া কমানো, বিদেশী পর্যটকদের ওপর ধার্য বিশেষ কর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) কমানো, হোটেল ভাড়া কমানোসহ প্রভৃতি।
ভুটানে ঘুরতে আসা পর্যটকদের জন্য উচ্চ উড়োজাহাজ ভাড়া ব্যয় একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেজন্য উড়োজাহাজে ভ্রমণকে আরো সাশ্রয়ী করে তোলার মাধ্যমে দেশটিতে পর্যটকের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে দেশটি। এতদিন এসডিএফের আওতায় প্রত্যেক বিদেশী পর্যটকের কাছ থেকে ২০০ ডলার নেয়া হতো। এরই মধ্যে তা কমিয়ে ১০০ ডলার করা হয়েছে। এছাড়া সরকার স্বল্প মূল্যের হোটেলগুলোকে পর্যটকদের থাকার অনুমতি দিচ্ছে এবং দীর্ঘমেয়াদি প্রণোদনা কর্মসূচি তৈরি করছে।
উড়োজাহাজ ভাড়া কমানোর জন্য সরকার ড্রুকেইর করপোরেশন, যা ভুটানের সরকারি এয়ারলাইনস পরিষেবা সংস্থা তাদের সঙ্গে কাজ করছে। অর্থমন্ত্রী নামগে শেরিং জানান, আন্তর্জাতিক পর্যটকরা প্রায় সময় অভিযোগ করেন অন্যান্য দেশের তুলনায় ভুটানের পর্যটন ব্যয় অনেক বেশি। আমরা তাদের অভিযোগকে গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও দেশের সব আইনপ্রণেতা এসডিএফ নীতিতে বারবার পরিবর্তনের সঙ্গে একমত নন।
তবে তারা বিশ্বাস করেন পর্যটন খাতের প্রবৃদ্ধি বাড়াতে সব বিকল্প কৌশল প্রয়োগ করা উচিত। ভুটানের সামগ্রিক লক্ষ্য হলো দেশটিকে ভ্রমণকারীদের কাছে আরো গ্রহণযোগ্য ও আকর্ষণীয় গন্তব্য করে গড়ে তোলা।