রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

বাগেরহাটে গড়ে উঠছে ইকো-ট্যুরিজম কেন্দ্র

  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

দেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের মধ্যে দুটি অবস্থিত বাগেরহাটে। একটি সুন্দরবন অপরটি ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ। পর্যটন শিল্পের অপার দুই সম্ভাবনা এই জেলায় থাকলেও দীর্ঘদিনেও গড়ে উঠেনি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। তবে সংকটের মধ্যেও দুই বিশ্ব ঐতিহ্যেকে ঘিরে আগ্রহের কমতি নেই দেশি-বিদেশি দর্শনার্থীদের। সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারিভাবে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। সুন্দরবনের খুলনা রেঞ্জের শেখেরটেক ও কালাবগী এবং শরণখোলা রেঞ্জের আলীবান্ধা ও চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় ইকো-ট্যুরিজম কেন্দ্র তৈরি করা হচ্ছে।

সুন্দরবন পুর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বাংলাভিশনকে জানিয়েছেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে সুন্দরবনে নতুন করে আরও চারটি ইকো-ট্যুরিজম কেন্দ্রের নির্মাণকাজ চলছে।

বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ, আক্তারুজ্জামান বাচ্চু জানান, অবকাঠামোগত উন্নয়ন হলে অর্থনৈতিক ভাবে সম্ভবনাময় খাতকে কাজে লাগিয়ে সমৃদ্ধিশালী হতে পারবে। দর্শনার্থীদের অভিযোগ, মানসম্মত খাবার, থাকার জন্য হোটেল-মোটেল ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ষাটগম্বুজ ও  সুন্দরবনের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শণগুলো ভালভাবে দেখার সুযোগ হবে।

বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানান, বাগেরহাটের পযটন শিল্পের বিকাশে সরকারিভাবে হোটেলে-মোটেল নির্মাণ কাজ চলমান রয়েছে। পাশাপাশি গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরনের কারণে পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা বাগেরহাট। কিন্তু দীর্ঘদিনেও গড়ে উঠেনি তেমন সুযোগ-সুবিধা। পদ্মাসেতুর সুফল কাজে লাগিয়ে জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি চায় বাগেরহাটবাসী। গত এক বছরে সুন্দরবন ও ষাটগম্বুজ দর্শনীয় স্থানে দেশি ও বিদেশি  ৩ লাখ পর্যটক ভ্রমণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com