শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
Uncategorized

বাংলাদেশ ও কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি যৌথভাবে চালুর উদ্যোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথভাবে ডিগ্রি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান।  এ নিয়ে কানাডার বিভিন্ন প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, এ ক্ষেত্রে সম্ভাবনা অনেক। তাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অব্যাহত রেখেছি। এ বিষয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে যাচ্ছি।

ড. খলিলুর রহমান বলেন, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যাতে করে কানাডায় বেশি করে আসার সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। ডাবল ডিগ্রি ও যৌথ ডিগ্রির মাধ্যমে বাংলাদেশ ও কানাডার ইউনিভার্সিটিতে দুই বছর, বাংলাদেশের ইউনিভার্সিটিতে শিক্ষা শেষ করে আসার পর শেষ দুই সেমিস্টার কানাডার ইউনিভার্সিটিতে শেষ করে যেন তারা কানাডার ওয়ার্ক পারমিট পায়, পার্মানেন্ট রেসিডেন্সি পায় এবং ফাইনালি তারা কানাডার সিটিজেনশিপ পায় সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com