বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

বাংলাদেশ-ইথিওপিয়ায় বিমান চলাচলে চুক্তির খসড়ার অনুমোদন

  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে বিমান চলাচলের লক্ষ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘এর পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিসাসংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে।’

এ ছাড়াও মন্ত্রিসভায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমাদন দেওয়া হয় বলে জানান তিনি। গত জুনে এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com