বাংলাদেশে ‘জাতির পিতা’ প্রশ্নে কখনো রাজনৈতিক ঐকমত্য হয়নি এবং আজ পর্যন্ত সাংবিধানিকভাবেও জাতির পিতা গৃহীত হয়নি। দলগতভাবে আওয়ামী লীগ এই দাবি উত্থাপন করলেও অতীতে প্রজ্ঞা ও বিবেচনা বোধে কখনো বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ঘোষণার কোনো দাবি উত্থাপন করেনি।
স্বাধীনতার ইশতেহারে ‘জাতীয় পতাকা’ ও ‘জাতীয় সংগীত’ নির্ধারিত হলেও ‘জাতির পিতা’ প্রশ্নে কাউকে নির্ধারণ করা হয়নি। তবে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ নেতা হিসেবে মর্যাদা দেয়া এবং ঘোষণা করার কথা বলা হয়েছিল।
কিন্তু পরবর্তীতে সশস্ত্র মুক্তিসংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার পরও আওয়ামী লীগ কখনো সাংবিধানিকভাবে বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ ঘোষণার কোনোরকম উদ্যোগ গ্রহণ করেনি। এমনকি বঙ্গবন্ধুকে সাংবিধানিকভাবে মর্যাদাদানের বিষয়েও আওয়ামী লীগের কোনো ইচ্ছা বা অভিপ্রায়ের প্রতিফলন হয়নি।