বাংলাদেশে ডলার সংকটের কারণে বিপাকে পড়েছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বাংলাদেশে টিকিট বিক্রি থেকে অর্জিত টাকা নিতে পারছে না তারা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর ২১৪.১ মিলিয়ন ডলার আটকা পড়েছে। উদ্বেগ প্রকাশ করে আইএটিএ বলছে, এ পরিস্থিতি এয়ারলাইন্সগুলোর জন্য হুমকির। পরিস্থিতির পরবর্তন না ঘটলে বিদেশি এয়ারলাইন্সগুলোর পক্ষে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে না।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ) হচ্ছে সারা বিশ্বের এয়ারলাইন্সগুলোকে নিয়ে একটি সংস্থা। ৪ জুন সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এয়ারলাইন্সের অর্থ আটকে পড়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
আইএটিএ বলছে, সবচেয়ে বেশি ডলার আটকে আছে নাইজেরিয়ায়, দেশটিতে এয়ারলাইন্সগুলোর ৮১২.২ মিলিয়ন ডলার আটকে আছে। বাংলাদেশ আটকে আছে ২১৪.১ মিলিয়ন ডলার, আলজেরিয়া আটকে আছে ১৯৬.৩ মিলিয়ন ডলার, পাকিস্তানে আটকে আছে ১৮৮.২ মিলিয়ন ডলার এবং লেবাননে আটকে আছে ১৪১.২ মিলিয়ন ডলার। আইএটিএ সংশ্লিষ্ট দেশের সরকারকে আন্তর্জাতিক চুক্তি ও এর বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আইএটিএ মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, ‘যে বাজারগুলো থেকে বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা যাচ্ছে না, সে বাজারে এয়ারলাইন্সগুলোর সেবা চালিয়ে যাওয়া সম্ভব না। এয়ারলাইন্সগুলো যেন তাদের কার্যক্রম পরিচালনা করে যেতে পারে এজন্য সরকারকে খাত সংশ্লিষ্টদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে। যা অর্থনীতিকে এগিয়ে নেয়া এবং কর্মসংস্থান তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’