বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

ফ্লাইট খরচ ৬১ শতাংশ পর্যন্ত কমেছে ভারতের অভ্যন্তরীণ রুটে

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দিয়া বলেছেন, দিল্লি থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ১৪ থেকে ৬১ শতাংশ পর্যন্ত কমেছে।

নতুন করে পর্যবেক্ষণ বাড়ানোয় এই ফল মিলছে বলে দাবি করেছেন তিনি।

সিন্দিয়া বলেছেন, শ্রীনগর, লেহ, পুনে ও মুম্বাই রুটে বিমান ভাড়া সন্তোষজনকভাবে কমেছে। তার ভাষায়, ‌‘আমি এটা জানাতে পেরে আনন্দিত যে দিল্লি থেকে শ্রীনগর, লেহ, পুনে ও মুম্বাই রুটে বিমান ভাড়া ১৪ থেকে ৬১ শতাংশ পর্যন্ত কমেছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন ও মন্ত্রণালয় প্রত্যেক দিনের ভাড়া পর্যবেক্ষণ করবে।’

তবে বিমান ভাড়া মৌসুম ভেদে আরো কমবেশি হতে পারে বলেও জানিয়েছেন ভারতের বিমান মন্ত্রী।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com