শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

ফ্লাইটের সময় একঘণ্টা এগিয়েছে থাই এয়ারওয়েজ

  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

ঢাকা থেকে ব্যাংকক ও ব্যাংকক থেকে ঢাকা রুটের নিয়মিত ফ্লাইটের সময়সূচি একঘণ্টা এগিয়েছে থাই এয়ারওয়েজ।

বর্তমানে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে এয়ারলাইন্সটি প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে সপ্তাহে ৩টি ফ্লাইটের সময় পরিবর্তন করেছে তারা।

থাই এয়ারওয়েজ জানায়, থাই এয়ারওয়েজের ঢাকা থেকে ব্যাংকক রুটের সপ্তাহে সোমবার, বুধবার এবং শুক্রবারের ফ্লাইটগুলো (টিজি-৩২২) আগে দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে রওনা হতো। এই সময় একঘণ্টা এগিয়ে ১২টা ৪০ মিনিট করা হয়েছে।

একইভাবে ব্যাংকক থেকে ঢাকা রুটের ওই ৩ দিনের ফ্লাইট (টিজি-৩২১) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ব্যাংকক ছাড়তো। ফ্লাইটটি একঘণ্টা আগে এগিয়ে সকাল ৮টা ৫৫ মিনিটে ছাড়বে।

থাই এয়ারওয়েজ জানায়, এই সময়সূচি শুধু চলতি বছরের মার্চ মাসের জন্য প্রযোজ্য। এরপর আগের সূচিতেই ফ্লাইট চলাচল করবে।

উল্লেখ্য, থাই এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে ব্যাংকক রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইট পরিচালনার জন্য তারা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com