দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। অপূর্ব এই দ্বীপরাষ্ট্রের রাজধানী ম্যানিলা। ফিলিপাইন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য আপনাদের জানাবো।
১. ফিলিপাইন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র। এখানে প্রায় ৭৫০০টি ছোটবড় দ্বীপ রয়েছে। যার মধ্যে ৫০০০টির এখনও কোন নাম দেয়া হয়নি।
২. দেশটিতে ১৭৫টির মত ভাষায় কথা বলা হয়, ফিলিপিনোরা প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে দক্ষ। ফলে অন্য দেশ থেকে আসা পর্যটকদের সাথে তাদের যোগাযোগের কোন অসুবিধা হয় না।
৩. বিশ্বের ২৫ শতাংশ নার্স ফিলিপিনো। ইংরেজি ভাষার দক্ষতা এই পেশাতে তাদের কদর বাড়িয়ে দিয়েছে।
৪. বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ফিলিপাইনে নারকেলের উৎপাদন ও রপ্তানি দুটোই অনেক বেশি। দেশটি থেকে বিশ্বে প্রতি বছর ১৯.৫ মিলিয়ন ফল সরবরাহ করা হয়।
৫. ফিলিপাইন দক্ষিণপূর্ব এশিয়ার একমাত্র দেশ যেখানে ৯০ শতাংশ মানুষ খ্রিষ্টধর্ম পালন করে। এদের মধ্যে রোমান ক্যাথলিক রয়েছে ৮০ শতাংশ।
৬. ফিলিপিনোরা একে অন্যকে টেক্সট মেসেজ দিতে পছন্দ করে। পৃথিবীতে শুধু ফিলিপাইন থেকেই প্রতিদিন ৪০০ মিলিয়ন টেক্সট পাঠানো হয়, এই সুবাদে দেশটি “দ্যা টেক্সটিং ক্যাপিটাল অফ দ্যা ওয়ার্ল্ড” নাম পরিচিত।