কানাডা সরকার অবিলম্বে জনপ্রিয় ফাস্ট ট্র্যাক স্টাডি ভিসা প্রোগ্রাম বা SDS (স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম ) বন্ধ করে দিচ্ছে বলে খবর। এর প্রভাব পড়তে পারে কানাডায় পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর। স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের মাধ্যমে ভিসায় আবেদন করার ক্ষেত্রে সময় কম লাগত এবং অ্যাপ্রুভাল রেটও বেশি থাকত। তবে এই ফাস্ট ট্রাক ভিসার প্রোগ্রামই এবার বন্ধ করে দিল ট্রুডো সরকার। গত সেপ্টেম্বর মাসেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন যে, এই বছর থেকে স্টুডেন্ট পারমিট ৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে আরও ১০ শতাংশ ভিসার হার কমবে। জানা গিয়েছে, কানাডায় টেম্পোরারি রেসিডেন্ট বা অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমাতেই এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো সরকার।
তবে সরকার যুক্তি দিচ্ছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সমান সুযোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮ সালে এই বিশেষ সিস্টেমটা চালু হয়েছিল। ভারত, চীন পাকিস্তান, ফিলিপাইন্স, ভিয়েতনাম সহ আরও দেশ থেকে ছাত্র ছাত্রীরা এই সিস্টেমের মাধ্যমেই কানাডায় পড়তে আসতেন। এর মাধ্যমে তাদের কানাডায় পড়তে আসার প্রক্রিয়াটি অত্যন্ত সহজতর হত। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই প্রক্রিয়ার মাধ্যমেই আসতেন কানাডায়। ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক বিরোধের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত হল বিদেশী ছাত্রদের সবচেয়ে বড় উৎস। ভারতীয় হাইকমিশনের মতে, কানাডায় অধ্যয়নরত আনুমানিক ৪,২৭,০০০ শিক্ষার্থী ভারতীয়। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এক বিবৃতিতে বলেছে, কানাডা সকল আন্তর্জাতিক ছাত্রদের স্টাডি পারমিটের আবেদন প্রক্রিয়ায় সমান ও ন্যায্য প্রবেশাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
কানাডার লক্ষ্য হল প্রোগ্রামের অখণ্ডতাকে শক্তিশালী করা, ছাত্রদের দুর্বলতা মোকাবেলা করা এবং সমস্ত শিক্ষার্থীকে আবেদন প্রক্রিয়ায় সমান ও ন্যায্য অ্যাক্সেস দেওয়া, সেইসাথে একটি ইতিবাচক একাডেমিক অভিজ্ঞতা দেওয়া। নাইজেরিয়া থেকে আসা সম্ভাব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একই রকম নাইজেরিয়া স্টুডেন্ট এক্সপ্রেস (NSE) ছিল; এটিও SDS এর সাথে শেষ হয়েছে, বিবৃতিতে বলা হয়েছে, SDS এবং NSE উভয় উদ্যোগই শুক্রবার শেষ হয়েছে৷ শুধু পড়ুয়াদের প্রবেশেই কাটছাঁট নয়, ইমিগ্রেশন বা অভিবাসী নীতি নিয়েও কড়াকড়ি করেছে ট্রুডো সরকার। বিশেষ করে কম দক্ষ শ্রমিকদের পারমিট দেওয়ার হার অনেকটাই কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত অক্টোবর মাসেই কানাডার অভিবাসী মন্ত্রী মার্ক মিলার জানিয়েছিলেন, ২০২৫ সালে কানাডায় ৩ লক্ষ ৯৫ হাজার অভিবাসীদের স্থায়ী পারমিট বা পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হবে। আগে এই সংখ্যাটাই ২০ শতাংশ বেশি ছিল, প্রতি বছর প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার মানুষ পারমিট পেতেন। অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোরও পরিকল্পনা রয়েছে কানাডা সরকারের। ২০২৫-২৬ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজারে বেঁধে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই সংখ্যা প্রায় ৮ লাখের বেশি।
সূত্র : ইন্ডিয়া টুডে