বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

প্রেমের টানে ভারতে গিয়ে প্রতারণার শিকার বাংলাদেশি তরুণী

  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে অবৈধ পথে ভারতে গিয়ে বিপাকে পড়েছেন এক বাংলাদেশি তরুণী। যার জন্য ঘর ছেড়েছিলেন, সেই প্রেমিকই তাকে নেপালে পাচার করতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। তরুণীর নাম শাপলা আখতার।

জানা গেছে, প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের যশোর থেকে অবৈধ উপায়ে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন শাপলা। শিলিগুড়ির প্রধাননগরে প্রেমিকের সঙ্গে সংসারও পেতেছিলেন তিনি। নিজে বিউটিশিয়ানের কাজ করছিলেন।

হঠাৎ একদিন শাপলা জানতে পারেন, প্রেমিক তাকে নেপালে পাচার করার পরিকল্পনা করছেন। এরপর কোনোমতে শিলিগুড়ি পালিয়ে যান এ তরুণী। শিলিগুড়ির স্টেশনে শাপলাকে ভবঘুরের মতো ঘুরতে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক স্বেচ্ছাসেবী সংগঠন। সব ঘটনা শুনে তাকে প্রধাননগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) শাপলাকে শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছিল। আপাতত ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে জেল হেফাজতে রয়েছেন তিনি।

এদিকে শাপলার বয়ান অনুযায়ী তার সেই প্রেমিকের খোঁজ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাব এডিসিপি শুভেন্দু কুমার জানান, তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা সম্ভব নয়। তবে শাপলার কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com