গেল বছর থেকে সুইডেনে চালু রয়েছে চাকরি খোঁজার জন্য স্বল্প মেয়াদী বিশেষ ভিসা ব্যবস্থা। মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি নাগরিকদের জন্য এ ভিসা ব্যবস্থা চালু করা হলেও কঠোর অভিবাসন নীতি আর সুইডিশ ভাষা না জানার কারণে পছন্দের চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে।
সুইডেনে দিনদিন বাড়ছে দক্ষ কর্মীর চাহিদা। সম্প্রতি দেশটির অভিবাসন নীতিমালায় কড়াকড়ি আরোপ করা হলেও ইউরোপের বাইরে উচ্চ দক্ষতা সম্পন্ন অভিবাসীদের আকৃষ্ট করতে সুইডেন সরকার নেয় নানা উদ্যোগ।
বিদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করা ছাড়াও গেল বছর থেকে দক্ষবিদেশি কর্মীদের সুইডেনে এসে চাকরি খুঁজতে শর্তসাপেক্ষে দেয়া হয় স্বল্পমেয়াদী বিশেষ ভিসা।
এক্ষেত্রে সর্বোচ্চ নয় মাসের ভিসা পেতে পারেন একজন চাকরি প্রার্থী। মূলত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীরাই চাকরি খোঁজার এই বিশেষ ভিসা পেয়ে থাকেন।
তবে চাকরি খোঁজার বিশেষ এই ভিসায় সুইডেনে এসেও চাহিদা অনুযায়ী কাজ না পেয়ে অনেকটা হতাশ হয়েই সুইডেন ছাড়তে বাধ্য হচ্ছেন বিদেশি নাগরিকরা। অনেকেই ফিরছেন নিজ দেশে, কেউ আবার পাড়ি জমাচ্ছেন ইউরোপের অন্য কোন দেশে।
অক্টোবর থেকে সুইডেনে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেতনসীমা দ্বিগুণ করা প্রস্তাব করা হয়েছে, যা কার্যকর হলে বাংলাদেশিসহ বহু প্রবাসী সুইডেন ছাড়তে বাধ্য হবেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।