শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

দেশের ইতিহাসে লাখ টাকা ছাড়ালো স্বর্ণের ভরি

  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

স্বর্ণের দা‌ম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই ক্যাটগরির স্বর্ণের নতুন মূল্য দাঁড়াবে এক লাখ ৭৭৭ টাকা (ভরি)। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২১ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে।

এদিকে বৃহস্পতিবার (২০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বৃদ্ধি পেয়েছে। গত ৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

প্রতিবেদনটিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ জুলাই) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৮৪ ডলার ২৯ সেন্টে। গত মধ্য-মে’র যা সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে তা ছিল ১৯৮৩ ডলার।

একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৮৭ ডলার ২০ সেন্টে।

সিঙ্গাপুর ভিত্তিক ডিলার গোল্ডসিলভার সেন্ট্রালের বিশেষজ্ঞ ব্রায়ান র‌্যান বলেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফলে সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ফেড। তাতে ডলার দুর্বল হয়েছে। পরিপ্রেক্ষিতে স্বর্ণের বাজার চাঙা হয়েছে।

এদিন ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। গত ১ বছরেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা সস্তা হয়ে গেছে।

আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ফেডের নীতি-নির্ধারকরা। ধারণা করা হচ্ছে, এবার ২৫ বেসিস পয়েন্ট সুদ হার বাড়াতে পারেন তারা। এরপরই তাতে ইতি টানবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com