সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
Uncategorized

দুবাই হবে ভ্রমণকারীদের প্রধান গন্তব্য

  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিশ্বের সব থেকে দামি ও আশ্চর্য শহর হতে চলেছে দুবাই । আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিকাঠামোর জন্য শহরটি বিশ্বের কাছে খুব দ্রুত আকর্ষণীয় ও অদ্বিতীয় হয় উঠবে।

কারণ দুবাইতে টুরিস্টদের মনোরঞ্জনের জন্য যেসব ব্যবস্থা করা হয়েছে তার সবই হয় বিশ্বের প্রথম তৈরী নয়তো পৃথিবীর সবচাইতে বড়ো ইমারত। বিশ্ব বিখ্যাত ডিজনিল্যান্ড এর সৌন্দর্য ও সুখ্যাতি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, এটি বেসরকারি American সংস্থার দ্বারা পরিচালিত।

দুবাই এর তরফে  ডিজনিল্যান্ড এর সাথে যোগাযোগে করে তাদেরকে দুবাইতে একই রকম একটি বিনোদন পার্ক দুবাইতে স্থাপনের অনুরোধ করা হয়।

ডিজনিল্যান্ড কতৃপক্ষ তাতে সাড়া দেয় কিন্তু দুবাই এর প্রধান সর্তহলো এটি হতেহবে World এর সবচাইতে বড়ো ডিজনিল্যান্ড ।

ডিজনিল্যান্ড কতৃপক্ষ এই শর্তে রাজি না হওয়ায় দুবাই প্রশাসন নিজেদের উদ্যোগে দুবাই ডিজনিল্যান্ড নামে একটি বিশ্বের সব থেকে বড়ো পার্ক স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করছে।

এটি সাল ২০২০ তে সম্পন্ন ও উন্মুক্ত করে দেয়। বলা হচ্ছে পার্কটি ডিজনিল্যান্ড এর থেকেও কয়েকগুন আয়তনে বড়।

দুবাইতে Dubai Exop 2020 এর আয়োজন করা হচ্ছে যার মধ্যমনি হবে এই পার্কটি বলে বিশেষজ্ঞ দেড় ধারণা।

আপনারা Burj Khalifa Tower এর নামতো আপনারা সবাই শুনেছেন দুবাইয়ের সবথেকে উঁচু টাওয়ার কিন্তু এটি এখন পুরোনো হয়ে গেছে।

এখন দুবাইতে তৈরী হচ্ছে Dubai Creek Tower যেটির উচ্চতা 1300 মিটারের অধিক বলা হচ্ছে। এটিই ভবিষ্যত দুবাইয়ের আইকন টাওয়ার হতে চলেছে।

এছারা Plum island এর পরিসর বিশ্বের সবথেকে বড় মানুষ নির্মিত দ্বীপ যেটিকে ছোট ছোট দ্বীপ বানিয়ে পাম গাছের মতো সাজানো হয়েছে । এবং এটি বিশ্বের দ্বিতীয় মানুষ নির্মিত স্থাপনা যাকিনা মহাকাশ স্টেশন থেকে খালি চোখে দেখাযায়।

বিশ্বের সবথেকে বড় Shopping Mall দুবাইতে অবস্থিত Dubai Mall এখানে ১২০০টি দোকান বা Stall আছে দুবাইএর বিশেষ Tuorist Sopt এটি।

দুবাইয়ের রাস্তায়  স্পোর্টস কারস এর ছড়াছড়ি

Dubai City স্পোর্টস কারস এর শহর ৬০ পারসেন্ট বা তারও অধিক  স্পোর্টস কারস আছে দুবাইতে, world এর এমন কোনো গাড়ি নেই যা Dubai তে নেই।

তাই Dubai Traffic পুলিশকে রাস্তায় চলতে Bmw, Ferarri, Lambergini, গাড়ি ব্যবহার করতে হয় চালকদের নিয়ন্ত্রণে।

দুবাইতে কোনো luxury tax নেই India এর থেকে আপনি হাফ দামে স্পোর্টস কারস কিনতে পারবেন।

সাধারণ জনগণ ও ব্যাবসায়ীদের থাকে খুবই সামান্য ট্যাক্স নেয়া হয়। দুবাই এর প্রধান ইনকাম Tourism ও Real Estate Business

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com