মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ায় রোবটের আঘাতে এক কর্মীর মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

দক্ষিণ কোরিয়ায় রোবটের আঘাতে এক কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দেশটির গিয়ংসাং প্রদেশের একটি কারাখানায় এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ব্যক্তির বয়স ৪০ বছর। তিনি রোবটের সেন্সর ঠিক করছিলেন। এমন সময় রোবটটি তাকে আঘাত করে বসে। এতে বুকে ও মুখে গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।

ফ্যাক্টরি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোবটের কাজ ছিল বাক্সে সবজি রাখা। যখন তার সেন্সর ঠিক করা হচ্ছিল, সেসময় রোবটটি দ্বিধায় পরে যায় এবং ওই ব্যক্তিকে বাক্স মনে করে। এরপর বাক্সের মতো ওই ব্যক্তিকে ধরে কনভেয়ার বেল্টে বাড়ি দেয়।

রোবটের এই পরীক্ষা সোমবার করার কথা থাকলেও তা পিছিয়ে যায়। বুধবার রাতে ওই ব্যক্তি রোবটটি পরীক্ষা করতে থাকেন। তখনই দুর্ঘটনা ঘটে।

এর আগে চলতি বছর মার্চে দক্ষিণ কোরিয়ায় এক রোবটের ভুলে গুরুতর আহত হয়েছিলেন ৫০ বছর বয়স্ক এক কর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com