মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

থাইল্যান্ড ভ্রমণ, ‘এন্ট্রি ফি’ দিতে হবে বিদেশিদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

বিদেশি পর্যটকদের জন্য ‘এন্ট্রি ফি’ আরোপ করতে যাচ্ছে থাইল্যান্ড। আগামী জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। করোনা মহামারি কাটিয়ে পর্যটনখাত ঘুরে দাঁড়ানোয় দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। খবর ব্লুমবার্গের।

থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী ফিফাত রতচকিতপ্রকর্ণ জানিয়েছেন, যারা আকাশ পথে থাইল্যান্ড ভ্রমণ করবে তাদের পরিশোধ করতে হবে ৩০০ থাই বাথ বা আট দশমিক নয় মার্কিন ডলার। অন্যদিকে যারা স্থল ও সমুদ্র পথে দেশটিতে যাবে তাদের দিতে হবে ১৫০ বাথ।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির মন্ত্রিসভায় এই নীতি অনুমোদন পেয়েছে। জুন থেকে এই নিয়ম কার্যকর হবে বলেও নিশ্চিত করেছেন ফিফাত রতচকিতপ্রকর্ণ।

ফিফাত বলেন, এই নিয়ম কার্যকর করার মাধ্যমে থাই সরকার এই বছরই তিন দশমিক নয় বিলিয়ন থাই বাথ আয় করবে। তবে এর আওতায় পর্যটকদের ইন্স্যুরেন্স অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ স্বাস্থ্যজনিত সমস্যা ও দুর্ঘটনারকবলে পড়লে পর্যটকদের সহায়তা করবে দেশটি।

করোনার বিধিনিষেধ শিথিল করার পরই থাইল্যান্ডে পর্যটকদের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। দেশটিতে রয়েছে মন্দির, সমুদ্রসৈকত ও জাতীয় পার্ক। ধারণা করা হচ্ছে এ বছরই দক্ষিণ এশিয়ার দেশটিতে তিন কোটি লোক ভ্রমণ করবে, যা গত বছরের এক কোটির থেকে অনেক বেশি।দীর্ঘদিন ধরেই বিদেশিদের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়ার কথা ভাবছিল থাই সরকার। কিন্তু করোনা মহামারির কারণে এত দিন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com