আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে, গত দুই বছরে নারীদের শিক্ষা, কাজের অধিকার ও বাইরে বিচরণের ওপর বিধি-নিষেধ আরোপের দিকেই তালেবানের নজর ছিল বেশি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে, গত দুই বছরে নারীদের শিক্ষা, কাজের অধিকার ও বাইরে বিচরণের ওপর বিধি-নিষেধ আরোপের দিকেই তালেবানের নজর ছিল বেশি।
এ অবস্থায় ২০০১ সালের পর আফগানিস্তানে আবারও তালেবান শাসনের পুনরুত্থানের দিকে ইঙ্গিত করে সোমবার জাতিসংঘের বিশেষজ্ঞরা একটি বিবৃতিতে বলেন, ‘আফগানিস্তানের ডিফ্যাক্টো শাসক তালেবানের প্রতিশ্রুতি ও ক্ষমতাচর্চার মধ্যে ফারাক রয়েছে এবং সংস্কারমূলক মনোভাবসম্পন্ন তালেবানের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।’
মার্কিন সামরিক জোট ন্যাটোর সেনারা দেশটি ত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই ২০২১ সালে কাবুলের পশ্চিমাপন্থী শাসক আশরাফ গনির পতন হয়।
সূত্র : বিবিসি, এএফপি