শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

তালেবানের দুই বছর: বিধি-নিষেধের চাপে পিষ্ট নারীরা

  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
ইসলামী শরিয়াপন্থী তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুল পতনের দুই বছর পূর্তি হয় গতকাল মঙ্গলবার। এই দিনকে বেশ সাফল্যমণ্ডিত হিসেবে তুলে ধরে সারা দেশে সরকারি ছুটি পালন করেছে তালেবান। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় সোমবারও অভিযোগ করেছে, কাবুল দখলের আগে তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করা হয়নি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে, গত দুই বছরে নারীদের শিক্ষা, কাজের অধিকার ও বাইরে বিচরণের ওপর বিধি-নিষেধ আরোপের দিকেই তালেবানের নজর ছিল বেশি।

বিধি-নিষেধের চাপে পিষ্ট নারীরা  ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলের মাসখানেক পরই তালেবান কর্তৃপক্ষ মাধ্যমিক শিক্ষা থেকে নারীদের নিষিদ্ধ করে। অবশ্য মাঝে একবার নারীদের মাধ্যমিক স্কুল খোলার কথা বলেও তা পরে বলবৎ করেনি তারা। ওই নিষেধাজ্ঞার কয়েক মাস পরপরই নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়, ৭২ কিলোমিটারের বেশি দূরে ভ্রমণ করলে নারীদের অবশ্যই পুরুষ নিকটাত্মীয়কে সঙ্গে নিতে হবে। এরপর গত বছরের মে মাসে শীর্ষ আধ্যাত্মিক নেতা মেয়েদের পোশাকের নতুন বিধান চালু করেন।
অথচ ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলে নেওয়ার পর তালেবান প্রথম সংবাদ সম্মেলনে বলে, ‘আমাদের কাঠামোর মধ্যে নারীদের কাজ ও শিক্ষার অধিকারকে গ্রহণ করব। নারীরা আমাদের সমাজের সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে।’

এ অবস্থায় ২০০১ সালের পর আফগানিস্তানে আবারও তালেবান শাসনের পুনরুত্থানের দিকে ইঙ্গিত করে সোমবার জাতিসংঘের বিশেষজ্ঞরা একটি বিবৃতিতে বলেন, ‘আফগানিস্তানের ডিফ্যাক্টো শাসক তালেবানের প্রতিশ্রুতি ও ক্ষমতাচর্চার মধ্যে ফারাক রয়েছে এবং সংস্কারমূলক মনোভাবসম্পন্ন তালেবানের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।’

মার্কিন সামরিক জোট ন্যাটোর সেনারা দেশটি ত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই ২০২১ সালে কাবুলের পশ্চিমাপন্থী শাসক আশরাফ গনির পতন হয়।

গতকাল তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, ‘কাবুল জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা যোদ্ধাদের অভিনন্দন জানাই এবং এই বিজয়ের জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানাই। দেশের সমগ্র ভূখণ্ডে একক নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, একটি ইসলামী ব্যবস্থার আদলে পরিচালিত হচ্ছে এবং সব কিছুই শরিয়ার আলোকে ব্যাখ্যা করা হচ্ছে।’কাবুল পতনের বার্ষিকীতে তালেবান শাসক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরিত্যক্ত মার্কিন দূতাবাসের কাছে মাসুদ স্কয়ারে তালেবানের সদস্যরা অস্ত্র হাতে জমায়েত হন। তবে তালেবানের কেন্দ্রস্থল কান্দাহারে ডিক্রি জারি করে প্রধান আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা ডিক্রি জারি করে ঘোষণা দেন, জনসাধারণকে বিরক্ত করতে পারে—এ জন্য কুচকাওয়াজ বাতিল করা হলো।

পশ্চিমের হেরাত শহরে তালেবান জমায়েত থেকে স্লোগান দেওয়া হয়, ‘ইউরোপীয়দের মৃত্যু হোক, পশ্চিমাদের মৃত্যু হোক, আমেরিকানদের মৃত্যু হোক, আফগানিস্তানের ইসলামী আমিরাত দীর্ঘজীবী হোক।’তালেবান নারীদের কাজ ও শিক্ষা থেকে নিষিদ্ধ করার পাশাপাশি জনসমক্ষ থেকে সরিয়ে দেওয়ার কারণে সারা বিশ্বের কাছ থেকে দুর্নাম কুড়াচ্ছে। এনজিওতে নারীদের অংশগ্রহণ সীমিত করার পর থেকে আফগান জনগণকে লক্ষ্য করে পরিচালিত সব সহায়তামূলক আন্তর্জাতিক পদক্ষেপ হুমকির মুখে পড়েছে। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন ২০ বছর বয়সী হামাশ বাওয়ার। তালেবানের চাপে পড়াশোনা ছাড়তে বাধ্য হওয়া এই তরুণী বলেন, ‘আফগানিস্তানের সব নারী স্বাধীনতা ফিরে পেতে চায়।’

সূত্র : বিবিসি, এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com