সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

টিভি চ্যানেলে চাকরি নিলেন বরিস জনসন

  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ব্রিটেনের জিবি নিউজ নামের একটি টেলিভিশন চ্যানেলে চাকরি নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বছরের শুরুতে তিনি ব্রিটেনের এমপি পদ থেকে সরে দাঁড়ান।

নতুন কর্মজীবনে তাকে উপস্থাপক, অনুষ্ঠান নির্মাতা ও ভাষ্যকারের কাজ করতে দেখা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আগামী বছর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংবাদ প্রকাশে মূল দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া ‘বিশ্বে ব্রিটেনের শক্তি প্রদর্শন’ নামে একটি সিরিজে উপস্থাপনা করতে দেখা যাবে তাকে।

নতুন কর্মজীবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে তিনি রাজনীতি এবং বৈশ্বিক ইস্যুতে নিজের কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ভিডিওটিতে তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি খুব শিগগিরই জিবি নিউজে যোগ দিতে যাচ্ছি। চ্যানেলটিতে আমি রাশিয়া, চীন, ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল তুলে ধরব।’

যুক্তরাজ্যের রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের সেরা দিনগুলো কেন এখনও ধরা দেয়নি, সেসব বিষয় আমি এখানে তুলে ধরব।’

এর আগে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে কলাম লেখকের কাজ করছেন জনসন। তবে তিনি একা নন, ব্রিটেনের এমপি পদ ছেড়ে এর আগে দেশটির সাবেক বিজনেস সেক্রেটারি জ্যাকব রিস-মগ, পার্টির ডেপুটি চেয়ারম্যান লি অ্যান্ডারসন এবং এমপি যুগল এথার ম্যাকভি এবং ফিলিপ ডেভিস একইভাবে সংবাদমাধ্যমে কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com