রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

জীবিকা নির্বাহে ব্যয় বেড়েছে, যুক্তরাষ্ট্রে দম্পতিদের সন্তান জন্মদানে অনীহা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

নিউইয়র্কের ভবিষ্যত দম্পতিদের মধ্যে পরিচালিত এক জরিপে জানা গেছে, তাদের মধ্যে সন্তান জন্মদানে অনীহা আরও বেড়েছে। জীবিকা নির্বাহে বাড়তি ব্যয়ই এই মনোভাবের কারণ। জরিপ দেখিয়েছেন এই প্রজন্মের ভবিষ্যত দম্পতি প্রতি সন্তান জন্মদানের হার ১.৭। অর্থাৎ দম্পতি প্রতি দুটি সন্তান নয়, এই জন্মদানের সংখ্যা গড়ে গিয়ে দাঁড়াবে ১.৭ টি শিশু। বর্তমানে এই হার ১.৮ জন।

উচ্চমাত্রার মুদ্রাস্ফীতিই এই মনোভাবে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দম্পতিরা বলেছেন, সন্তান বেশি নেওয়া হলেই পরিবারের ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়বে, এটা তারা অনুধাবন করতে পারছেন। যুক্তরাষ্ট্রে এখনো মুদ্রাস্ফীতি ৩ শতাংশের উপরে রয়েছে। আর এক বছরের মধ্যে এখানে জীবন যাপনের ব্যয় বেড়েছে ৩ শতাংশ।

জরিপে বলা হয়েছে, গত কয়েকবছর ধরে এই হার অব্যহত গতিতে বাড়ার কারণেই তরুণ দম্পতিদের মধ্যে পরিবার পরিকল্পনায় আগ্রহ বেড়েছে। মেডইনদ্যইউএসএসারোগেসি.কম ৩০০০ সন্তানবিহীন দম্পতির ওপর এই জরিপ চালায়। তাতে জানতে চাওয়া হয়, মোট ক’টি সন্তান তারা নিতে চান তাদের দাম্পত্যকালে। এদের মধ্যে নিউইয়র্কের দম্পতিদের প্রত্যাশার হার ১.৭ জন। যা বর্তমানে ১.৮৬ জন।

যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটেও এই জরিপটি চালানো হয়। এতে দেখা যায় তিন চতূর্থাংশ স্টেটেই এই গড় হার কমেছে। এলিনয়, ইন্ডিয়ান, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, নিউহ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো ও উটাহর চিত্রটা কিছুটা ভিন্ন। এসব স্টেটের দম্পতিরা বেশি সন্তান নিতে আগ্রহী।

যুক্তরাষ্ট্র দেলাওয়ারেই সবচেয়ে কমসংখ্যক জনসংখ্যার বাস। এখানকার জন্যসংখ্যা এক মিলিয়নের কিছুটা বেশি। সেখানে সন্তান জন্মদানের আগ্রহ আরও কমেছে। এখানে দম্পতিরা ১.১টি শিশু নিতে আগ্রহী যা বর্তমানে ১.৯৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com