জার্মানির ফেডারেল ফরেন অফিস এসব তথ্য জানিয়েছে৷ ২০২১ সালের তুলনায় গেল বছর দীর্ঘমেয়াদি কাজের ভিসা ইস্যুর হার অনেকটা বেড়েছে জার্মানিতে৷
ইইউভুক্ত দেশগুলোতে চাকরি পাওয়া বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদি ন্যাশনাল ডি ভিসা দেয়া হয়৷ সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে কর্মরত দক্ষ অভিবাসী কর্মীরা এই ভিসা পেয়ে থাকেন।
জার্মান সরকারের দেয়া তথ্যে দেখা গেছে, ২০২২ সালে কাজের আওতায় সর্বোচ্চ সংখ্যক ন্যাশনাল ডি বা দীর্ঘমেয়াদি ভিসা পেয়েছে ভারতের অভিবাসীরা।
গত বছর মোট ১৭ হাজার ৩৭৯টি ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে দেশটির নাগরিকেরা৷ যার মধ্যে আট হাজার ৬১৩টি ভিসা ইস্যু করেছে ভারতের ব্যাঙ্গালুরু শহরে অবস্থিত জার্মান কনস্যুলেট৷
ভারতীয়দের দ্বিতীয় সর্বোচ্চ তিন হাজার ১৩টি কাজের ভিসা ইস্যু করেছে মুম্বইয়ের জার্মান কনস্যুলেট জেনারেল।
এছাড়া চেন্নাইয়ের জার্মান কনস্যুলেট জেনারেল দুই হাজার ৪৮৩টি, নয়া দিল্লিতে অবস্থিত জার্মান দূতাবাস দুই হাজার ৪৩৪টি এবং কলকাতা জার্মান কনস্যুলেট ৮৩৬টি ভিসা ইস্যু করেছে৷
দ্বিতীয় অবস্থানে তুরস্ক
জার্মানিতে কাজের ভিসায় আসা দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সুবিধাভোগী হচ্ছেন তুরস্কের নাগরিকেরা৷ গত বছর, দেশটির মোট ১২ হাজার ৫৪২ জন নাগরিককে ন্যাশনাল ডি ভিসা দিয়েছে জার্মান কর্তৃপক্ষ৷
তুর্কিদের দেয়া বেশিরভাগ ভিসা ইস্যু করেছে আঙ্কারায় জার্মান দূতাবাস এবং আঙ্কারায় জার্মান কনস্যুলেট জেনারেল।
দূতাবাস থেকে ইস্যু করা হয়েছে ছয় হাজার ৪১০টি ভিসা এবং কনস্যুলেট জেনারেল থেকে চার হাজার ৭৩৫টি৷
এছাড়া, ইজমির শহরে জার্মান কনস্যুলেট জেনারেল গত বছর তুর্কিদের জন্য এক হাজার ৩৯৭টি কাজের ভিসা ইস্যু করেছে৷
তৃতীয় অবস্থানে সার্বিয়া
২০২২ সালে জার্মানিতে দীর্ঘমেয়াদি কাজের ভিসা পাওয়া দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে আছেন সার্বিয়ার নাগরিকেরা। তাদের জন্য মোট ১১ হাজার ৭৯২টি ন্যাশনাল ডি ভিসা ইস্যু করেছে জার্মানি৷
দেশটির রাজধানী বেলগ্রেডে অবস্থিত জার্মান দূতাবাস এ সব ভিসা ইস্যু করেছে।
এই শীর্ষ তিনটি দেশ ছাড়াও বসনিয়া, কসোভা, রাশিয়া, আলবেনিয়ান এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদেরও ওয়ার্ক পারমিট ভিসা দিয়েছে জার্মানি।
গত বছর বসনিয়া-হার্ৎসেগোভিনার নাগরিকদের মোট ১০ হাজার ৫২৪টি কাজের ভিসা দিয়েছে জার্মানি।
বসনিয়ার পরে রয়েছে কসোভোর নাম৷ দেশটির নাগরিকেরা নয় হাজার ৩০৯টি কাজের ভিসা পেয়েছেন৷
রাশিয়া থেকে আসা অভিবাসীরা ৬ হাজার ৯৭৫টি, আলবেনিয়ার নাগরিকেরা ছয় হাজার ৫২৬টি এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের পাঁচ হাজার ৭৯৬টি ভিসা দেয়া হয়েছিল।
গত বছর জার্মানি অন্যান্য ক্যাটাগরিতেও বিপুল সংখ্যক দীর্ঘমেয়াদি ভিসা দিয়েছে জার্মানি৷ সবমিলিয়ে তিন লাখ ৯৩ হাজার ৮৩টি দীর্ঘমেয়াদি ভিসা ইস্যু করেছে দেশটি৷
কাজের ভিসার পরে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে পারিবারিক পুনর্মিলন ক্যাটাগরিতে আবেদনকারীরা। এই ক্যাটাগরিতে ৭১ হাজার ১২৯টি ভিসা দেয়া হয়েছে।
এছাড়া উচ্চশিক্ষায় দেয়া হয়েছে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ভিসা৷ ২০২২ সালে মোট ৭১ হাজার ১৮ জন বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ডি ভিসা নিয়ে জার্মানিতে এসেছেন৷