বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

চালু হবে বৈদ্যুতিক ট্রেন

  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে রেলে ইলেকট্রিসিটি ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, তার অংশ হিসেবেই ইলেকট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কনস্ট্র্রাকট্রিং কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

রবিবার (১৬ জুলাই) রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ে এবং তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কনস্ট্রাকট্রিং কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ইলেকট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের জন্য ট্রাকশন নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম এবং টঙ্গী থেকে জয়দেবপুর অংশের কাজ তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কনস্ট্রাকট্রিং কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, ইউরোপসহ পৃথিবীর প্রায় সব দেশে রেলে গ্যাস ও ইলেকট্রিসিটি ব্যবহার হচ্ছে। এতে কার্বন নির্গমন হয় না, এটি পরিবেশবান্ধব। তাই প্রথমবারের মতো বাংলাদেশে ইলেকট্রিসিটি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষে মো. হাবিবুর রহমান চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) এবং তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির পক্ষে ইসমাইল হায়দারলি চুক্তিতে স্বাক্ষর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com