শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

ঘুরে আসুন ‘মিনি‌‌ মিয়ামি’ থেকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

কাছাকাছি সময় পেলেই মানুষ মাঝেমধ্যে করতে চান তবে বেশি দূরের ভ্রমণের ইচ্ছেও অনেক সময় হয়ে থাকে সে ক্ষেত্রে অনেকেই প্ল্যান করেন সাউথ ইন্ডিয়ার দিকে ঘুরতে যাওয়ার তেমন কোনো পরিকল্পনা থাকলে অবশ্যই ঘুরে আসবেন কেরালার তিরুবন্তপুরম থেকে। এখানকার প্রাকৃতিক শোভা বিভিন্ন মিউজিয়াম বিশেষত মন্দির আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে-

কোথায় যাবেন?

  • তিরুবনন্তপুরম (Thiruvananthapuram)।

কী কী দেখতে পাবেন?

পদ্মনাভস্বামী মন্দির

  • এই মন্দিরটি বিশ্বের অন্যতম ধনী মন্দির। মন্দিরটি ভগবান শ্রী পদ্মনাভস্বামীকে উৎসর্গ করা। তাঁকে ত্রিভান্দ্রম শহরের অধিপতি বলা হয়।

Thiruvananthapuram

কুথিরামলিকা প্রাসাদ যাদুঘর

  • মহারাজা স্বাথি বলরামা বর্মা এটি নির্মাণ করেন। এই জাদুঘরটি রাজপরিবারের মূল্যবান সংগ্রহ প্রদর্শন করে। এখানে আছে দুটি রাজকীয় সিংহাসন। তার মধ্যে একটি বোহেমিয়ান স্ফটিক দিয়ে তৈরি। এর পিছনের অংশে শঙ্খের প্রতীক এমবস করা। অন্যটি হাতির দাঁত দিয়ে তৈরি। এই সিংহাসনটি যাদুঘরের প্রধান আকর্ষণ।

নেপিয়ার মিউজিয়াম

  • এই মিউজিয়ামে কেরালার বিভিন্ন যুগের অবিশ্বাস্য ভাস্কর্য এবং মুদ্রা রয়েছে। এই জাদুঘরটি ১৮৮০ সাল থেকে একটি কাঠের বিল্ডিংয়ে অবস্থিত। এখানে বৌদ্ধ ভাস্কর্য, মন্দিরের গাড়ি, হাতির দাঁতের খোদাই এবং কেরালার বিখ্যাত গুরুভায়ুর মন্দিরের কাঠে খোদাই করা মডেলও রয়েছে। এখানকার সেরা অংশগুলির মধ্যে একটি হল কেরালার বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন যুগের বাদ্যযন্ত্র।

Thiruvananthapuram

Vellayani হ্রদ

  • এই হ্রদটি ত্রিভান্দ্রমের বৃহত্তম হ্রদ। এই হ্রদটিতে গ্রাম এবং ব্যাক ওয়াটারের দৃশ্য মানুষকে আকর্ষণ করে।

কানাকাকুন্নু প্রাসাদ

  • পাহাড়ের চূড়ায় বসে প্রাসাদ থেকে মনোরম দৃশ্য দেখতে পাবেন যা আপনার সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেবে। প্রাসাদ প্রদর্শন করার পরে ত্রাভাঙ্কোর রাজবংশের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।

Thiruvananthapuram

কীভাবে যাবেন

  • প্রথমে হাওড়া স্টেশন থেকে তিরুবন্তপুরম যাওয়ার যে কোন একটি ট্রেন ধরতে হবে। আপনারা চাইলে বিমান পরিষেবা ব্যবহার করতে পারেন। ট্রেনের ভাড়া এবং তার সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হলো-
ট্রেনের নাম স্টেশন থেকে ছাড়া হবে ট্রেন ছাড়ার দিন, সময় গন্তব্য স্টেশন সাধারণ ভাড়া
তিরুবন্তপুরম সেন্ট্রাল এসএফ এক্সপ্রেস হাওড়া রবিবার এবং মঙ্গলবার, রাত ১১:৫০ তিরুবন্তপুরম ৫৩৫ টাকা
গুরুদেব এসএফ এক্সপ্রেস হাওড়া বুধবার, রাত ১১:৫০ তিরুবন্তপুরম ৫৩৫ টাকা
  • ট্রেন থেকে নেমে যে কোন গাড়ি ধরে পৌঁছে যান আপনাদের গন্তব্য হোটেলে। সেখানে থেকেই ধীরে ধীরে ভ্রমণ করুন গোটা তিরুবনন্তপুরম।

কোথায় থাকবেন?

  • এখানে প্রচুর থাকার হোটেল এবং রিসর্ট আছে। আগে থেকে বুক করে যেতে পারে। অথবা ওখানে গিয়েও বুক করা সম্ভব।

Thiruvananthapuram

কী খাবেন?

  • বাঙালি খাবার খেতে গেলে কিছুটা হলেও খোঁজাখুঁজি করতে হবে। তবে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার সহজেই পাওয়া যায়। এখানে থাকাকালীন অবশ্যই একদিন পদ্মনাভস্বামী মন্দিরের প্রসাদ গ্রহণ করবেন। এর স্বাদ অনবদ্য, অতুলনীয়।

আনুমানিক খরচ

  • মাথাপিছু ১০০০-১২০০০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com