মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল কক্সবাজারে বিনামূল্যে ঘুরে দেখা যাবে আবুধাবির ল্যুভর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি যতো কোটি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইয়েলো ক্যাবের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক প্রভাব রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন ত্বরান্বিত করতে বাইডেন প্রশাসনের নতুন উদ্যোগ লক্ষাধিক পাসপোর্ট আটকে রেখেছে ভিএফএস গ্লোবাল ১০০০ টাকাতেই দার্জিলিংয়ে লাক্সারি ভাবে থাকার রুম দার্জিলিংয়ের পাশেই রয়েছে ছোট্ট এক গ্রাম, যেখানে গেলে দূর হয়ে যাবে একঘেঁয়েমি ভাব

গ্রিসে বাংলাদেশিদের নিয়মিতকরণ: আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর

  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

অনিয়মিতভাবে থাকা বাংলাদেশিদের চলতি বছরের ১১ জানুয়ারি থেকে নিয়মিত হওয়ার সুযোগ দিচ্ছে গ্রিস৷ এমন বাংলাদেশিরা নিয়মিত হতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন৷

২৭ অক্টোবর একটি ‘বিশেষ বিজ্ঞপ্তি-২৬’ জারি করে এ তথ্য জানিয়েছে এথেন্সের বাংলাদেশের দূতাবাস৷

এর আগে, অপর একটি বিজ্ঞপ্তিতে ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করার কথা জানিয়েছিল দূতাবাস৷ তবে তখনই এই সময়সীমা বাড়াতে গ্রিক সরকারের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ৷ তার পরিপ্রেক্ষিতে পাঁচ বছর মেয়াদি গ্রিক রেসিডেন্স পারমিটের জন্য অনলাইনে আবেদনের সবশেষ তারিখ ৩০ নভেম্বর পুনঃনির্ধারণ করেছে গ্রিক কর্তৃপক্ষ৷

অর্থাৎ, নিয়মিত হওয়ার আবেদনের জন্য আরো এক মাস সময় পাচ্ছেন গ্রিসে অনিয়মিতভাবে থাকা বাংলাদেশিরা৷

দেশটিতে অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করা এবং নিয়মিত অভিবাসনের দরজা খুলে দিতে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারিতে ঢাকায় একটি সমঝোতা স্মারকে সই করে ঢাকা ও এথেন্স৷

দেশটির সাবেক অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচির ঢাকা সফরে ওই সমঝোতায় সই করে দুই দেশ৷ সমঝোতা স্মারক বিলটি ওই বছরের ২১ জুলাই অনুমোদন দেয় গ্রিক সংসদ৷

তারই ধারাবাহিকতায় এ বছরের ১১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলাদেশিদের নিয়মিতকরণ প্রক্রিয়া৷ দুই ধাপের আবেদনে জুড়ে দেয়া হয় তিনটি শর্ত৷ এগুলো হলো: আবেদনকারীর ন্যূনতম দুই বছর মেয়াদি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারির আগে থেকে গ্রিসে বসবাসের প্রমাণ এবং নিয়মিত হলে চাকরির নিশ্চয়তার প্রমাণ জমা দিতে হবে৷

আবেদনের শুরুতে অনিয়মিত বাংলাদেশিদের গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে প্রাথমিক নিবন্ধন করতে হবে৷

২৭ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের সুযোগ ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে৷

দূতাবাসে প্রাথমিক নিবন্ধন শেষে গ্রিক সরকারের অনলাইন প্ল্যাটফর্মে আরো এক দফা নিবন্ধিত হতে হবে আবেদনকারীকে৷ আর সেই মেয়াদই আরো একমাস বাড়িয়ে এ বছরের ৩০ নভেম্বর করা হয়েছে৷

যেসব আবেদনকারীর পাসপোর্টে দুই বছরের কম মেয়াদ রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট নবায়নের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস৷ কারণ দুই বছরের কম মেয়াদ থাকা পাসপোর্টধারীকে গ্রিক সরকার পাঁচ বছর মেয়াদি রেসিডেন্স পারমিট দেবে না৷

এছাড়া, দূতাবাসে নিবন্ধনের পর একজন অভিবাসন বিষয়ক আইনজীবীর মাধ্যমে দ্রুততার সঙ্গে দ্বিতীয় ধাপ অর্থাৎ গ্রিক সরকারের অনলাইন পোর্টালে আবেদন সম্পন্ন করার পরামর্শও দিয়েছে বাংলাদেশ দূতাবাস৷

গ্রিসে এক বাংলাদেশি অভিবাসীর মালিকানাধীন একটি পোশাক কারখানায় কাজ করছেন আরেক বাংলাদেশি৷ ছবি: আরাফাতুল ইসলাম৷
গ্রিসে এক বাংলাদেশি অভিবাসীর মালিকানাধীন একটি পোশাক কারখানায় কাজ করছেন আরেক বাংলাদেশি৷ ছবি: আরাফাতুল ইসলাম৷

একইসঙ্গে, বাংলাদেশিদের সতর্কও করে দিয়েছে দূতাবাস৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের সঙ্গে কোনোভাবেই কোনো জাল কাগজ দেয়া যাবে না৷ যে বা যারা জাল কাগজ অনলাইনে বা অফলাইনে জমা দেবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে গ্রিস৷

২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর এক আদেশে গ্রিস সরকার জানিয়েছে, যারা জাল কাগজ দিয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করবেন, তাদের গ্রিসে বসবাসে নিষেধাজ্ঞা আরোপসহ জোর করে ফেরত পাঠানো হবে৷

১০ হাজারেরও বেশি বাংলাদেশির আবেদন

এথেন্সে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ ২ অক্টোবর ইনফোমাইগ্রেন্টসকে বলেন, গ্রিস-বাংলাদেশ সমঝোতা স্মারকের আওতায় এ পর্যন্ত দূতাবাসের মধ্যে প্রাথমিক নিবন্ধন করেছেন ১০ হাজারেরও বেশি অভিবাসী৷

তিনি আরও বলেন, এসব অভিবাসীদের মধ্যে অন্তত ছয় হাজার বাংলাদেশি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষে গ্রিক কর্তৃপক্ষ থেকে বৈধতার সত্যয়ন পেয়ে রেসিডেন্স পারমিট বা স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন৷

অনিয়মিত অভিবাসীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে গ্রিক সরকার৷ অভিবাসীদের সঙ্গে প্রশাসনের আচরণ নিয়ে সমালোচনা করে আসছেন অধিকারকর্মীরাও৷

গ্রিসে চলমান এই বিশেষ নিয়মিতকরণ প্রক্রিয়ায় আবেদনের শর্তগুলো জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com