রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

গ্রিসে বাংলাদেশিদের নিয়মিতকরণ: আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর

  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩

অনিয়মিতভাবে থাকা বাংলাদেশিদের চলতি বছরের ১১ জানুয়ারি থেকে নিয়মিত হওয়ার সুযোগ দিচ্ছে গ্রিস৷ এমন বাংলাদেশিরা নিয়মিত হতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন৷

২৭ অক্টোবর একটি ‘বিশেষ বিজ্ঞপ্তি-২৬’ জারি করে এ তথ্য জানিয়েছে এথেন্সের বাংলাদেশের দূতাবাস৷

এর আগে, অপর একটি বিজ্ঞপ্তিতে ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করার কথা জানিয়েছিল দূতাবাস৷ তবে তখনই এই সময়সীমা বাড়াতে গ্রিক সরকারের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ৷ তার পরিপ্রেক্ষিতে পাঁচ বছর মেয়াদি গ্রিক রেসিডেন্স পারমিটের জন্য অনলাইনে আবেদনের সবশেষ তারিখ ৩০ নভেম্বর পুনঃনির্ধারণ করেছে গ্রিক কর্তৃপক্ষ৷

অর্থাৎ, নিয়মিত হওয়ার আবেদনের জন্য আরো এক মাস সময় পাচ্ছেন গ্রিসে অনিয়মিতভাবে থাকা বাংলাদেশিরা৷

দেশটিতে অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করা এবং নিয়মিত অভিবাসনের দরজা খুলে দিতে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারিতে ঢাকায় একটি সমঝোতা স্মারকে সই করে ঢাকা ও এথেন্স৷

দেশটির সাবেক অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচির ঢাকা সফরে ওই সমঝোতায় সই করে দুই দেশ৷ সমঝোতা স্মারক বিলটি ওই বছরের ২১ জুলাই অনুমোদন দেয় গ্রিক সংসদ৷

তারই ধারাবাহিকতায় এ বছরের ১১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলাদেশিদের নিয়মিতকরণ প্রক্রিয়া৷ দুই ধাপের আবেদনে জুড়ে দেয়া হয় তিনটি শর্ত৷ এগুলো হলো: আবেদনকারীর ন্যূনতম দুই বছর মেয়াদি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারির আগে থেকে গ্রিসে বসবাসের প্রমাণ এবং নিয়মিত হলে চাকরির নিশ্চয়তার প্রমাণ জমা দিতে হবে৷

আবেদনের শুরুতে অনিয়মিত বাংলাদেশিদের গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে প্রাথমিক নিবন্ধন করতে হবে৷

২৭ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের সুযোগ ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে৷

দূতাবাসে প্রাথমিক নিবন্ধন শেষে গ্রিক সরকারের অনলাইন প্ল্যাটফর্মে আরো এক দফা নিবন্ধিত হতে হবে আবেদনকারীকে৷ আর সেই মেয়াদই আরো একমাস বাড়িয়ে এ বছরের ৩০ নভেম্বর করা হয়েছে৷

যেসব আবেদনকারীর পাসপোর্টে দুই বছরের কম মেয়াদ রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট নবায়নের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস৷ কারণ দুই বছরের কম মেয়াদ থাকা পাসপোর্টধারীকে গ্রিক সরকার পাঁচ বছর মেয়াদি রেসিডেন্স পারমিট দেবে না৷

এছাড়া, দূতাবাসে নিবন্ধনের পর একজন অভিবাসন বিষয়ক আইনজীবীর মাধ্যমে দ্রুততার সঙ্গে দ্বিতীয় ধাপ অর্থাৎ গ্রিক সরকারের অনলাইন পোর্টালে আবেদন সম্পন্ন করার পরামর্শও দিয়েছে বাংলাদেশ দূতাবাস৷

গ্রিসে এক বাংলাদেশি অভিবাসীর মালিকানাধীন একটি পোশাক কারখানায় কাজ করছেন আরেক বাংলাদেশি৷ ছবি: আরাফাতুল ইসলাম৷
গ্রিসে এক বাংলাদেশি অভিবাসীর মালিকানাধীন একটি পোশাক কারখানায় কাজ করছেন আরেক বাংলাদেশি৷ ছবি: আরাফাতুল ইসলাম৷

একইসঙ্গে, বাংলাদেশিদের সতর্কও করে দিয়েছে দূতাবাস৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের সঙ্গে কোনোভাবেই কোনো জাল কাগজ দেয়া যাবে না৷ যে বা যারা জাল কাগজ অনলাইনে বা অফলাইনে জমা দেবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে গ্রিস৷

২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর এক আদেশে গ্রিস সরকার জানিয়েছে, যারা জাল কাগজ দিয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করবেন, তাদের গ্রিসে বসবাসে নিষেধাজ্ঞা আরোপসহ জোর করে ফেরত পাঠানো হবে৷

১০ হাজারেরও বেশি বাংলাদেশির আবেদন

এথেন্সে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ ২ অক্টোবর ইনফোমাইগ্রেন্টসকে বলেন, গ্রিস-বাংলাদেশ সমঝোতা স্মারকের আওতায় এ পর্যন্ত দূতাবাসের মধ্যে প্রাথমিক নিবন্ধন করেছেন ১০ হাজারেরও বেশি অভিবাসী৷

তিনি আরও বলেন, এসব অভিবাসীদের মধ্যে অন্তত ছয় হাজার বাংলাদেশি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষে গ্রিক কর্তৃপক্ষ থেকে বৈধতার সত্যয়ন পেয়ে রেসিডেন্স পারমিট বা স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন৷

অনিয়মিত অভিবাসীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে গ্রিক সরকার৷ অভিবাসীদের সঙ্গে প্রশাসনের আচরণ নিয়ে সমালোচনা করে আসছেন অধিকারকর্মীরাও৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com