বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

কোরিয়ানদের মতো সুন্দর ত্বক পেতে করণীয়

  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

সারা বিশ্বে সবচেয়ে নিখুঁত আর সুন্দর ত্বকের অধিকারী হলো কোরিয়ানরা। অন্য সব জাতির তুলনায় একটু বেশি সুশৃঙ্খল হিসেবেও আলাদা সুনাম রয়েছে তাদের। বিশ্বের সব দেশের মানুষই যখন অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে সেখানে কোরিয়ান লাইফস্টাইল সত্যি অবাক করার মতো।

কোরিয়ানরা মনে করেন, সৌন্দর্য ঈশ্বর প্রদত্ত হলেও তা ধরে রাখার দায়িত্ব নিজের ওপরই বর্তায়। এর জন্য অবশ্যই একটু পরিশ্রমের প্রয়োজন রয়েছে। আপনি যদি কোরিয়ানদের মতো সৌন্দর্য আর ফিটনেস পেতে চান তাহলে খাওয়া-দাওয়া, শরীরচর্চা তো বটেই তার পাশাপাশি ভরসা রাখতে হবে ঘরোয়া উপায়ে।

রূপচর্চা নিয়ে কোরিয়ার নানা রকম টোটকা বা ঘরোয়া উপায় এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। আর এ কারণেই তাদের রূপচর্চার টিপস নিজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশ সহ ভারতীয় বাজারের পাশাপাশি বাংলাদেশেও ছেয়ে গিয়েছে। আসুন, তাদের ত্বকের সৌন্দর্যের গোপন রহস্যগুলো জেনে নেই আজকের আয়োজনে।

১) ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য সপ্তাহে অন্তত দু’দিন গরম পানির ভাপ নিন। এই টোটকা কোরিয়ানরা খুবই নিষ্ঠাভরে মেনে চলেন।

২) আপনার ত্বক যদি তৈলাক্ত না হয়, তবে ‘ই’ ক্যাপসুলে থাকা তেল মুখে লাগিয়ে ম্যাসাজ করতে পারেন। আর যদি ত্বক তৈলাক্ত হয়, তবে তেলের সঙ্গে মিশিয়ে নিন গোলাপের পানি।

৩) দীর্ঘদিনের পুরোনো দাগ যেমন: হাতের কনুই বা হাঁটুর গাঢ় কালো দাগ, চোখের নিচে কালো দাগ, বলিরেখা দূর করতে সপ্তাহে তিন দিন ‘ই’ ক্যাপসুলের তেল সে স্থানে ম্যাসাজ করে ব্যবহার করতে পারেন।

৪) গোলাপি আর মসৃণ ঠোঁট পেতে নিয়মিত রাতে অলিভ ওয়েল বা নারিকেল তেলে সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে স্ক্রাবিং করুন। ভেজা সুতির কাপড় দিয়ে মরা কোষগুলো সরিয়ে নিন। এরপর ঠোঁটে লাগিয়ে নিন ভালো ব্র্যান্ডের কোনো লিপ বাম।

কোরিয়ানরা দাগহীন সুন্দর ত্বকের জন্য প্রসিদ্ধ। সাধারণত রূপচর্চার জন্য তারা প্রাকৃতিক উপাদানকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। ত্বকে গ্লোভাব আনতে ভালৈাভাবে ত্বক পরিষ্কার ও অয়েল শ্যাসাজের ওপর গুরুত্ব দেয় তারা। তাই কোরিয়ানদের মতো দীপ্তিময় সুন্দর ত্বক পেতে মেনে চলতে পারেন কোরিয়ান রূপচর্চার বিশেষ এ পদ্ধতিগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com