আঁকাবাঁকা সড়কের দুই পাশে প্রকৃতিকে জড়িয়ে নীরবে দাঁড়িয়ে আছে উঁচু-নিচু পাহাড়। এমন নৈসর্গিক জায়গাটির নাম রাঙামাটি-কাপ্তাই-আসামবস্তি সড়ক। এখানে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে ‘ভিউ পয়েন্ট নীলাম্বরী’ পর্যটন স্পট। এটি এখন থেকে পর্যটকদের আকৃষ্ট করবে।
রবিবার (৯ জুলাই)বিকালে আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় ‘ভিউ পয়েন্ট নীলাম্বরীর’ উদ্বোধন করা হয়। ইতিমধ্যে স্থানটি ‘আই লাভ রাঙামাটি’ নামেও পরিচিতি পেয়েছে। ভিউ পয়েন্ট উদ্বোধন শেষে সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
কাপ্তাই-আসামবস্তি পাহাড়ের কোলঘেঁষে যেন ঘুমিয়ে থাকে শান্ত জলের হ্রদ। উঁচু-নিচু সড়ক ধরে এগিয়ে চলছে যানবাহন। সড়কের একদিকে ছোট-বড় সবুজ পাহাড়। অন্যদিকে হ্রদের স্বচ্ছ নীল জলরাশি। সড়ক দিয়ে যেতে যেতে উপভোগ করা যায় প্রকৃতির সৌন্দর্য। যাত্রাপথে থেমে সড়কের পাশ কিংবা সেতুর ওপর দাঁড়িয়ে প্রকৃতি দেখে মুগ্ধ হওয়া যায়। পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে এই এলাকায় নির্মাণ করা হয়েছে ভিউ পয়েন্ট।
প্রকৃতির অদ্ভুত মেলবন্ধনে প্রতিনিয়ত পর্যটকদের মুগ্ধ করছে এই স্পটটি।
রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রণব রায় বলেন, ‘রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়ক ২০১৭ সালে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের এই সড়কটি দৃষ্টিনন্দন করার জন্য প্রশস্ত করা হয়। সঙ্গে সঙ্গে উঁচু-নিচু কমাতে কিছু স্থানে সেতু নির্মাণ করা হয়। ফলে কাপ্তাই হয়ে বান্দরবানের যোগাযোগ সহজ হয়েছে। সেইসঙ্গে সড়কের ওই স্থানে পর্যটকদের আগমন বেড়েছে। একইসঙ্গে আশপাশে প্রচুর রিসোর্ট তৈরি হয়েছে; ফলে এই অঞ্চলের মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটছে।