কানাডা সরকার অভিবাসন নীতি পরিবর্তন করার কারণে দেশটিতে অবস্থানরত ৭০ হাজার বিদেশী শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার বিদেশী শিক্ষার্থী। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, যেসব শিক্ষার্থী উন্নত জীবন গড়ার আশায় কানাডায় পড়তে গিয়েছেন তারা দেশটিতে উচ্চ শিক্ষার্ সুযোগ সীমিত করাসহ স্থায়ীভাবে বসবাসের অনুমোদন কমানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, অন্টারিও, ম্যানিটোবা এবং ব্রিটিশ কলাম্বিয়াসহ বিভিন্ন প্রদেশে ক্যাম্প স্থাপন এবং সমাবেশ করে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিদেশী শিক্ষার্থীরা। এ বিষয়ে স্টুডেন্ট অ্যাডভোকেসি গ্রুপের প্রতিনিধিরা সতর্ক করে বলেছেন, চলতি বছরের শেষে ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেলে স্নাতক ডিগ্রিধারী অনেক শিক্ষার্থী প্রত্যর্পণের শিকার হতে পারেন। কারণ চলতি বছরে যাদের ওয়ার্ক পারমিট শেষ হবে তা আর বাড়াবে না সরকার।
খবর ইন্ডিয়া টুডের