ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং ওলার সিইও ভাবীশ আগরওয়ালের কাজ করার নীতি নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন তাদের সবাইকে ছাপিয়ে গেলেন টেসলা কর্তা ইলন মাস্ক। মাস্ক এবং বিবেক রামাস্বামী, যারা ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি দক্ষতা বিভাগের (DOGE) অংশ, সেই নতুন বিভাগের জন্য লোক নেয়া শুরু হয়েছে। তবে যে যে শর্ত রাখা হয়েছে তাতে কজন আর কারা আবেদন করবেন, সে নিয়ে আলাদা তর্ক হতে পারে। ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই বিভাগে কাজ করতে গেলে সপ্তাহে কমপক্ষে ৮০ ঘণ্টার ওপর কাজ করতে হবে, আর মিলবে না কোনও বেতনও! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছে ‘ডজ’। আর খুলতেই প্রায় ১৪ লক্ষ ফলোয়ার হয়েছে এই অ্যাকউন্টে। সেখানেই উল্লেখ করা হয়েছে, ‘অনেকেই আমাদের সঙ্গে কাজ করার জন্য উৎসাহ প্রকাশ করেছেন। আমরা তাদের সাধুবাদ জানাচ্ছি। তবে আমরা পার্ট টাইম কাজ করার মতো লোক চাইছি না। এই বিভাগ তাদেরই নেয়া হবে যারা ৮০ ঘণ্টার বেশি কাজ করতে ইচ্ছুক। যাদের আইকিউ লেভেল অনেক বেশি, এমন ব্যক্তিরা আবেদন করতে পারেন।’
যারা শর্ত মেনে আবেদন করতে চান তারা তাদের সিভি ইলন মাস্ক এবং বিবেক রামস্বামীকে মেইল করতে পারেন। এমনটাই জানানো হয়েছে পোস্টে। এই বিভাগে কাজ করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা অবশ্য পোস্টে জানানো হয়নি। শুধু বলা হয়েছে, যত সংখ্যক আবেদনপত্র জমা পড়বে তার মাত্র ১ শতাংশ রিভিউ করবেন মাস্ক এবং বিবেক রামস্বামী। একটি পৃথক পোস্টে, স্পেসএক্স প্রধান বলেছিলেন যে এটি হবে ‘ক্লান্তিকর কাজ, প্রচুর শত্রু তৈরি করা এবং ক্ষতিপূরণ শূন্য’।
মাস্ক আরও জানিয়েছেন যে ট্রাম্প কীভাবে ফেডারেল আমলাতন্ত্রকে এক তৃতীয়াংশ হ্রাস করতে এবং মার্কিন সরকারের ব্যয় থেকে ২ ট্রিলিয়ন ডলার কমাতে চাইছেন। মাস্কের মতে, এতে কিছু সাময়িক কষ্ট থাকবে, তবে ফল সুদূরপ্রসারী। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসের বিরুদ্ধে ভূমিধস বিজয়ের পর ট্রাম্প কিছু দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন। কয়েকদিনের মধ্যে, DOGE গঠনের ঘোষণা দেন তিনি।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস