শহর থেকে দূরে গ্রাম্য পরিবেশে কয়েকটা দিন কাটাতে ভালই লাগে। কিন্তু তার জন্য ভারতের কোণায় কোণায় গ্রাম ছড়িয়ে আছে। সেখানে কটা দিন কাটানোর জন্য পর্যটকরা এমন হামলে পড়েন না। কিন্তু এ গ্রামে এসে দিন কাটাতে বিদেশি পর্যটকেরাও বহুদিন আগে থেকে খোঁজ নিতে শুরু করেন।
অথচ গ্রামটি তৈরি হয়েছে ২০১৩ সালে। নদীর ধারে দেড় একর জমির ওপর ছবির মত সুন্দর গ্রামটি নিজে থেকে তৈরি হয়নি। তা তৈরি করা হয়েছে। আর তৈরি করা হয়েছে একটি বিশেষ দিক মাথায় রেখে।
গ্রামের প্রতিটি বাড়ি তৈরি হয়েছে কাশ্মীরের গ্রামের বাড়ির স্থাপত্যে। ছোট ছোট বাড়ি তৈরি করতে ব্যবহার করা হয়েছে আশপাশে ছড়িয়ে থাকা প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন অংশ।