সোমবার, ২০ মে ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

আয়ারল্যান্ডের শরণার্থী ভিসার নিয়মে বদল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ইউরোপে বৈধ শরণার্থীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা রয়েছে আয়ারল্যান্ডে। আগামী ১২ মাসের জন্য সে দেশে ভ্রমণে ইচ্ছুক শরণার্থীদের জন্য এই সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে ডাবলিন কর্তৃপক্ষ। তবে এই অস্থায়ী স্থগিতাদেশ ইউক্রেনীয়দের শরণার্থীদের জন্য প্রযোজ্য হবে না।

আয়ারল্যান্ড সাময়িকভাবে ১৯৫৯ সালের কাউন্সিল অফ ইউরোপ চুক্তির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, কাউন্সিল অফ ইউরোপ চুক্তি ইউরোপের বৈধ শরণার্থীদের ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি দেয়। তবে এই অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে ইউক্রেনীয়দের অব্যাহতি দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী যেসব দেশ কাউন্সিল অফ ইউরোপ চুক্তিতে স্বাক্ষর করেছে সেসব দেশে বৈধ রিফিউজি স্ট্যাটাস বা শরণার্থী মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি দিতে হবে।

এটির সাহায্যে শরণার্থী পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টধারী ব্যক্তিরা স্বাক্ষরকারী দেশগুলোতে ভ্রমণ ভিসা ছাড়াই সর্বাধিক তিন মাস থাকতে পারতেন।

আইরিশ সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইতিপূর্বে বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইটালি, লিচেনস্টাইন, লুক্সেমবুর্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ডের শরণার্থীরা ভিসা ছাড়া আয়ারল্যান্ডে ভ্রমণ করতে পারতেন।

১৯ জুলাই থেকে কার্যকর

১৯ জুলাই, মঙ্গলবার দুপুর থেকে ১২ মাসের এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। তবে ইউক্রেনীয় নাগরিকদের জন্য বিনা ভিসায় ভ্রমণ এখনও চালু রয়েছে। কারণ রাশিয়ার আক্রমণের পর থেকে দেশটির নাগরিকেরা ইউরোপে বিশেষ ভিসা-মুক্ত ভ্রমণ ব্যবস্থার অধীনে রয়েছে।

আইরিশ সরকার জানিয়েছে, “এই পদক্ষেপের উদ্দেশ্য অভিবাসন এবং আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার অখণ্ডতা রক্ষা করা। কারণ আয়ারল্যান্ডের আন্তর্জাতিক সুরক্ষা অফিস বেশ কিছুদিন ধরে এমন কিছু লোকের কাছ থেকে সুরক্ষা আবেদন পেয়ে আসছে যারা ইতিমধ্যে অন্য কোনো ইইউ দেশে শরণার্থী মর্যাদা নিয়ে বসবাস করছেন।”

যখন একজন ব্যক্তি ইউরোপের কোনো দেশে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেন তখন তার আঙুলের ছাপ ইউরোডাক নামক একটি সম্মিলিত এবং অতি সুরক্ষিত ডাটাবেসে সংরক্ষণ করা হয়।

এর সাহায্যে এই ব্যক্তি অন্য কোথাও এই ‘রিফিউজি স্ট্যাটাস’-এর জন্য আবেদন করেছেন কি না দ্রুত যাচাই করা সম্ভব হয়।

আইরিশ সরকাররে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক সুরক্ষা অফিস ৭৬০টি আশ্রয় আবেদন পেয়েছে যারা ইতিমধ্যে অন্য ইইউ দেশে আন্তর্জাতিক সুরক্ষার সুবিধাভোগী।”

নতুন স্থগিতাদেশের পর ইইউতে অবস্থানরত কোনো শরণার্থী ভিসার আবেদন করে আয়ারল্যান্ডে ভ্রমণ করতে পারবেন।

আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী হেলেন ম্যাকেন্টি বলেছেন, “সরকারের কাছে প্রমাণ রয়েছে এই ধরনের ভিসামুক্ত ভ্রমণের অপব্যবহার হতে পারে। তাই সরকার এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছে না। অভিবাসন ও আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার অখণ্ডতা বজায় রাখতে এবং জনসাধারণের আস্থা বজায় রাখতে সরকারকে অবশ্যই সম্ভাব্য ঝুঁকি হ্রাস করতে দ্রুত পদক্ষেপ করতে হবে৷”

তিনি আরো যোগ করেন, “কেউ কেউ ভিসামুক্ত ভ্রমণকে ব্যবহার করে অন্যায় সুযোগ নিচ্ছে। এই স্থগিতাদেশ অস্থায়ী এবং এক বছরের মধ্যে আবারও এটি পর্যালোচনা করা হবে।”

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি বলেছেন, “আইরিশ সরকারের এই সিদ্ধান্ত ইউক্রেনীয়দের এবং অন্যান্য দেশের সংঘাত থেকে পালিয়ে আসা ব্যক্তিদের সুরক্ষায় সহায়তা করবে। কারণ এটি সুযোগের অপব্যবহার কমাবে৷”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com