সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

আমিরাতে তৈরি হচ্ছে ইলেকট্রিক গাড়ি, নেপথ্যে এই নারী

  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে তৈরি প্রথম ইলেকট্রিক গাড়ি চালুর ক্ষণগণনা শুরু হয়েছে। এ নিয়ে ভীষণ রোমাঞ্চিত এম গ্লোরি হোল্ডিং গ্রুপের প্রধান ড. মাজিদা আলাজাজি।

ইলেকট্রিক গাড়ি উদ্ভাবন সম্মেলনে খালিজ টাইমসকে তিনি বলেন, ‘বহুল প্রতীক্ষিত গাড়িটির নামকরণ করা হয়েছে আল দামানি ডিএমভি৩০০। আমরা আশা করছি, আগামী জুনের শেষদিকে এটি বাজারে আসবে।’

মাজিদা আলাজাজি বলেন, ‘আমরা দুবাই শিল্প নগরীতে (ডিআইসি) একটি ক্ষণস্থায়ী কারখানা প্রতিষ্ঠা করেছি। গত বছরের অক্টোবরে সরঞ্জাম সংগ্রহ শুরু করি। কিছুদিনের মধ্যেই আমরা উৎপাদনে যাব।’

তিনি বলেন, ‘একটি টিম গঠন করে এ কার্যক্রম শুরু করি। এতে অ্যাস্টন মার্টিন, জেনারেল মোটরস ও অন্যান্য শীর্ষ কোম্পানির সবচেয়ে মেধাবী কর্মীদের এ টিমে অন্তর্ভুক্ত করি।’

এককথায়, এ ইলেকট্রিক গাড়ির নেপথ্য কারিগর ড. মাজিদা। তিনি প্রথম নারী হিসেবে ইউএই বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

শুরু থেকে শিল্প খাতে উদ্যোক্তা হওয়ার চিন্তা ছিল ড. মাজিদার। স্যান্ডস্টর্ম মোটর ভেহিক্যালস ম্যানুফ্যাকচারিং নামে স্বয়ংক্রিয় কারখানা খোলেন তিনি।

এ উদ্যোক্তা বলেন, ‘২০১২ সালে এ কোম্পানির উন্নয়নে কাজ শুরু করি। বর্তমানে এটি সফল কোম্পানি। আমরা এখন এম গ্লোরির সঙ্গে ইলেকট্রিক গাড়ি তৈরি করতে যাচ্ছি। এম গ্লোরি হোল্ডিং গ্রুপের অধীনে আরও টেকসই প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা করছি।’

এ ইলেকট্রিক গাড়ি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার বেগে ছুটবে। একবার চার্জ দিলে চলবে ৪০৫ কিলোমিটার। ইতোমধ্যে হাজার হাজার গাড়ির ক্রয়াদেশ পেয়েছেন ড, মাজিদা।

তিনি বলেন, ‘আমাদের অস্থায়ী কারখানায় দিনে ৮ থেকে ১০ এবং বছরে ১০ হাজার গাড়ি তৈরি করা যাবে। আর স্থায়ী কারখানা হয়ে গেলে প্রতি বছর ৫০ থেকে ৭০ হাজার ইলেকট্রিক গাড়ি তৈরি করা যাবে।’

ড. মাজিদা বিভিন্ন কোম্পানির প্রধান। এছাড়া সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানে অন্যতম শীর্ষ কর্মকর্তা হিসেবেও কাজ করেন তিনি।

এ সফল উদ্যোক্তা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সরকারের নেট জিরো গোল ভিশন বাস্তবায়নে কাজ করছি আমরা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com