কাতারের জাতীয় অর্থনীতির দ্বিতীয় শীর্ষস্থান দখলে নিয়েছে আবাসন খাত। ২০২২ সালে খাতটিতে ২ হাজার ২৫০ কোটি ডলারের বিনিয়োগ করা হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
কাতার দিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন হামাদ আল আত্তিয়াহ বলেছেন, ‘কাতারের রিয়েল এস্টেট ব্যবসা অর্থনীতিতে খাতগুলোর মধ্যে অন্যতম। ২০২২ সালের জাতীয় অর্থনীতিতে জ্বালানি খাতের পরে দ্বিতীয় স্থানে রয়েছে খাতটি।’
কাতার সেন্ট্রাল ব্যাংক (কিউসিবি) রিয়েল এস্টেট ব্যবসাসংক্রান্ত নীতিমালায় কিছু সংশোধনী আনার বিষয়টি উল্লেখ করে আল আত্তিয়াহ বলেন, ‘এ সংশোধিত বিধির কারণে রিয়েল এস্টেট প্রতিযোগিতামূলক ব্যবসার পরিবেশ পেয়েছে এবং জাতীয় অর্থনীতির গতিকে ত্বরান্বিত করতে অবদান রেখেছে। কিউসিবির গুরুত্বপূর্ণ বিধিগুলো এ খাতকে উন্নত করতে ও আঞ্চলিক স্তরে কাতারের প্রতিযোগিতাকে উন্নীত করতে সাহায্য করেছে। ফলে কাতার রিয়েল এস্টেটে নাগরিকদের বা বিদেশীদের বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে এ খাতকে আরো উন্নীত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছে।
সাম্প্রতিক সংশোধনীতে বিদেশীদের জন্য বিনিয়োগ নীতি সহজ করা হয়েছে। ফলে এ খাতে বিনিয়োগ করার সুযোগ বেড়েছে বলে মনে করেন তিনি। রিয়েল এস্টেট খাতকে এগিয়ে নেয়ার জন্য কিউসিবির প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, ‘ যে উদ্দেশ্যে সংশোধনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল, তা সফল হয়েছে। এ নিয়ম কাতারে নতুন রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়িয়েছে। ফলে আগামী দিনেও আবাসন খাতে বিনিয়োগে আকৃষ্ট হবে।’