স্রেফ অর্থ-কড়ি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ১৭% নিউইয়র্কারের নির্ঘুম রাত কাটে। স্ট্যাটান আয়ল্যান্ড, স্পেকুলেটর, সেনেকা ফলস, ব্রুকলিন, উটিকার মানুষ একটু বেশিই জেগে কাটায়। নতুন একটি গবেষণা এ তথ্য দিচ্ছে। গোটা যুক্তরাষ্ট্র জুড়ে ইন্টারঅ্যাকটিভ ম্যাপিংয়ের মাধ্যমে তথ্যগুলো বের করে আনা হয়েছে। অর্থ সংস্থানের চাপ নিতে গিয়ে এই মানুষগুলো মানসিক কষ্ট ও ভাবাবেগে ভুগছে। অর্থনৈতিক দায় ও দায়িত্ব কিভাবে মানুষের ভালো থাকাকে বিনষ্ট করে তা দেখতে গিয়েই গবেষণা পরিচালনা করা হয়, এতে বিশেষ করে দেখা হয়, এর ফলে ঘুমের কতটা ব্যাঘাত ঘটে। নিদ্রাহীনতা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পূর্বসতর্কতা নিয়ে গবেষণাটি করা হয়।
ব্যাডক্রেডিট.ওআরগি ২০২৩ এর সেপ্টেম্বরে পরিচালিত গবেষণায় দেখিয়েছে নিউইয়র্কের ৩.৪ মিলিয়ন মানুষ স্রেফ অর্থচিন্তায় নির্ঘুম রাত কাটায়। ৩০০০ মানুষের ওপর চালানো জরিপে দেখা যায় শতাংশের দিক থেকে অর্থচিন্তায় না ঘুমানোর দলে সবচেয়ে বেশি হার হাওয়াইয়ে। সেখানে ৪১০,৪১০ জন মানুষের মধ্যে ২৮% ই অর্থচিন্তায় নির্ঘুম কাটায়।
নিউইয়র্কের ৩,৪৬৯,৩০১ জন মানুষের অর্থচিন্তায় রাতে পর্যাপ্ত ঘুম হয় না। যা এই অঙ্গরাজ্যের মোট বয়ষ্ক জনসংখ্যার ১৭%।
এদের মধ্যে স্ট্যাটান আয়ল্যান্ডের ৯৮,৩৮৯ জন ব্রুকলিনের ৫০৯,৮৬০ জন, উটিকার ১১,৭৬৬ জন, সেনেকা ফলসের ১,২৭৫ জন। তবে গোটা যুক্তরাষ্ট্রে এই অর্থচিন্তায় নির্ঘুম কাটানো মানুষের হারের দিক থেকে নিউইয়র্কের অবস্থায় ২৪। এই হারে শীর্ষ ১০ এ রয়েছে হাওয়াই: ২৮%, ওয়েস্ট ভার্জিনিয়া ২৬%, রোড আয়ল্যান্ড ২৩%, ইডাহো ২৩%, কানসান ২২%, কানেটিকাট ২১%, আরিজোনা ২১%, সাউথ ক্যারোলিনা ২১%, নিউ জার্সি ২১% ও মেইনে ২১%।
নিদ্রাহীনতার এই তালিকায় সবচেয়ে শেষের দিকে রয়েছে ভারমন্ট। যেখানে অর্থচিন্তায় রাত জেগে থাকা মানুষের সংখ্যা ৯%।